East Bengal: অনিকেত যাদবের পর ইস্টবেঙ্গল ছাড়ার পথে এই দুই ফুটবলার

অনিকেত যাদব ইস্টবেঙ্গল (East Bengal) ছেড়ে দুই বছরের চুক্তিতে ওড়িশা এফসিতে যোগদান করতে চলেছেন। শোনা যাচ্ছে আরও দুই ফুটবলার আছেন যারা ইস্টবেঙ্গল ছাড়ার পরিকল্পনা করেছেন।

East Bengal Football Club team posing for a photo

ইতিমধ্যে আমরা শুনেছি অনিকেত যাদব ইস্টবেঙ্গল (East Bengal) ছেড়ে দুই বছরের চুক্তিতে ওড়িশা এফসিতে যোগদান করতে চলেছেন। শোনা যাচ্ছে আরও দুই ফুটবলার আছেন যারা ইস্টবেঙ্গল ছাড়ার পরিকল্পনা করেছেন। তাদের মধ্যে একজন বাইশ বছর বয়সী ভারতের ডিফেন্সিভ মিডফিল্ডার অমরজিত কিয়াম, এফসি গোয়া থেকে লোনে অমরজিত এসেছিলেন ইস্টবেঙ্গল দলে।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

এখনও অবধি লাল হলুদ জার্সি গায়ে একটি মাত্র ম‍্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন অমরজিত, তাও আবার মিনিট দশেক।আরেকজন হলেন ২৬ বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার আঙ্গুসানা লোয়াং। ২০২০-২০২১ মরশুম থেকে ইস্টবেঙ্গলে আছেন আঙ্গুসানা।

গত মরশুমে বেশ কিছু ম‍্যাচে খেলার সুযোগ পেলেও চলতি মরশুমে তেমন একটা সুযোগ পাচ্ছেন না আঙ্গুসানা কোচ স্টিফেন কনস্টানটাইনের কোচিংয়ে। এই মুহুর্তের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের এই দুই ফুটবলার কে দলে নিতে আগ্রহ প্রকাশ ক‍রেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসি।অমরজিত সিং কিয়াম না গেলেও আঙ্গুসানার নর্থইস্ট ইউনাইটেড এফসিতে যোগদান করার সম্ভাবনা প্রবল। ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চে বসে এই সমস্ত জুনিয়র রা অন‍্য ক্লাবে গেম টাইম পাওয়ার জন্য যোগদান করাটা খুবই ইতিবাচক একটা সিদ্ধান্ত বলা চলে।