Sunil Chettri: ইংল্যান্ডে খেলতে যাচ্ছে ভারতের দুই ক্লাব, আফসোস সুনীলের

শুরু হতে চলেছে নেক্সট জেন কাপ। চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ডের বড় ক্লাবগুলোর যুব দলগুলোর বিরুদ্ধে মাঠে নামবে ভারতের দুই ক্লাবের যুব দল। নেক্সট জেন…

Sunil Chhetri

শুরু হতে চলেছে নেক্সট জেন কাপ। চলতি মাসের শেষের দিকে ইংল্যান্ডের বড় ক্লাবগুলোর যুব দলগুলোর বিরুদ্ধে মাঠে নামবে ভারতের দুই ক্লাবের যুব দল। নেক্সট জেন কাপের ব্যাপারে প্রশ্ন করতে সুনীল ছেত্রী (Sunil chettri) জানিয়েছেন নিজের আফসোসের কথা।

ইন্ডিয়ান সুপার লিগের ওয়েব সাইটে সুনীল ছেত্রীর একটা সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। সেখানে অভিনব এই প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেছেন, “আমাদের দেশের ছেলেরা এই সুযোগ পাওয়ায় আমি খুশি। এই টুর্নামেন্টে আমাদের কোচেরাও বুঝে নিতে পারবেন, যে ছেলেরা আমাদের বিভিন্ন ক্লাবের প্রথম দলের দরজায় কড়া নাড়ছে, তারা ঠিক কেমন।”

একই সঙ্গে তিনি জানিয়েছেন নিজের আফসোসের কথা, “এ রকম সুযোগ আমার ছোটবেলায় কখনও আসেনি। আমি খুশি যে, প্রিমিয়ার লিগ ও এফএসডিএল হাত মিলিয়ে এ রকম একটা টুর্নামেন্ট করছে। নেক্সট জেন কাপ আমাদের দেশের তরুণদের সামনে ইংল্যান্ডের সেরা ক্লাব দলগুলির যুব দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ এনে দিচ্ছে।”

প্রতিযোগিতায় ভারত থেকে অংশ নেবে বেঙ্গালুরু ফুটবল ক্লাব। গত মে মাসে রিলায়্যান্স ফাউন্ডেশন ডেভলপমেন্ট লিগের প্রথম মরশুম জিতেছিল তারা। রানার্স হয়েছিল কেরালা ব্লাস্টার্স। তারাও মাঠে নামবে ইংল্যান্ডের বড় দলগুলোর যুব দলের বিরুদ্ধে।