অনুব্রতর অন্ডকোষে পুঁজ হয়েছিল, পার্থর কী রোগ জানতে চায় ইডি

তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক কী হয়েছে, তিনি কতটা অসুস্থ এ বিষয়ে তথ্য পেতে মরিয়া ইডি। কারণ, অসুস্থ বলে আবেদন করে আপাতত এসএসকেএম হাসপাতালে…

তৃ়ণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঠিক কী হয়েছে, তিনি কতটা অসুস্থ এ বিষয়ে তথ্য পেতে মরিয়া ইডি। কারণ, অসুস্থ বলে আবেদন করে আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এসএসসি নিয়োগ দুর্নীতিতে বিপুল বেআইনি টাকার লেনদেনে অভিযুক্ত পার্থ চট্টোপাধ্যায়। তাঁকে হাসপাতালে না রেখে নিজেদের হেফাজতে রেখে জেরা চালিয়ে যেতে চায় ইডি।

এর আগে গোরু পাচার মামলায় সিবিআই জেরা এড়িয়ে এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন তৃণমূল কংগ্রেস বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। পরে চিকিৎসকরা জানান তাঁর দুটি অন্ডকোষ পেকে গেছে। সেখানে পুঁজ জমেছে। বাইরে নিয়ে গিয়ে জেরা করার থেকে হাসপাতালে এসে জেরা করুক সিবিআই। বিষয়টি মাথায় রেখে ইডি এবার মন্ত্রী ও টিএমসি মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের অসুস্থতার বিস্তারিত তথ্য চাইছে।

শুক্রবার থেকে চলছিল জেরায়। জেরা চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের পেট ফেঁপে গেছিল। বুকে যন্ত্রণা হচ্ছিল বলে জানা গেছিল। এসএসকেএম থেকে চিকিৎসকরা যান পার্থ চট্টোপাধ্যায়ের চিকিৎসার জন্য। গ্রেফতারির পর আদালতের নির্দেশে এসএসকেএম হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি।

পার্থকে কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হোক। রবিবারেই বিশেষ আদালত বসার জন্য অনুরোধ করল এনফোর্স ডিরেক্টরেট। পার্থ কি আদৌ অসুস্থ? এই সন্দেহ করতে শুরু করেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা।

গতকালই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ১৪ দিনের হেফাজতে নেওয়ার জন্য আবেদন জানান ইডির আইনজীবী। জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন মন্ত্রীর আইনজীবীরা। পার্থকে ২ দিনের হেফাজতে নেওয়ার নির্দেশ দেয় আদালত। পার্থর আইনজীবীদের তরফে আদালতের কাছে জানানো হয়েছিল উনি অসুস্থ। তাই তাঁকে হাসপাতালে রাখা হোক। গতকালই অসুস্থ বোধ করার জন্য বুকে ব্যাথা এবং শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন তিনি। হার্টের সমস্যা এবং তীব্র পায়ের যন্ত্রণায় ভুগছিলেন তিনি। এসএসকেএমের আইসিসিইউতে গঠিত হয়েছে ৬ সদস্যের একটি মেডিকেল টিম।