Partha Chatterjee: মন্ত্রী-শ্বশুর গ্রেফতার, পিংলায় পার্থর জামাইয়ের স্কুলে তালা পড়তেই অভিভাবকদের উদ্বেগ

  মন্ত্রী পার্থ গ্রেফতারের পর পশ্চিম মেদিনীপুরের পিংলায় চরম আতঙ্ক। এখানেই আছে পার্থবাবুর প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত বাবলী চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। সেটি বন্ধ হয়ে গেল।…

 

মন্ত্রী পার্থ গ্রেফতারের পর পশ্চিম মেদিনীপুরের পিংলায় চরম আতঙ্ক। এখানেই আছে পার্থবাবুর প্রয়াত স্ত্রীর নামাঙ্কিত বাবলী চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল। সেটি বন্ধ হয়ে গেল। পড়ুয়ারা একগলা জলে। তাদের ভবিষ্যত নিয়ে চিন্তায় অভিভাবকরা।

স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যাইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠতেই পিংলার স্কুল নজরে আসে বিরোধীদের। সূত্রের খবর, গত বছর এপ্রিলে পার্থ চট্টোপাধ্যায়ের স্ত্রী বাবলী চট্টোপাধ্যায়ের নামে এই স্কুলটি চালু হয়েছিল।

প্রায় ১৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে ওই বাড়ি। ওই কুল দেখভাল করতেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টচার্যের মামা কৃষ্ণপ্রসাদ। এর আগে দুই বার ওই স্কুল পরিদর্শনে আসেন মন্ত্রী নিজে। বিরোধীদের প্রশ্ন ছিল, এত বিপুল টাকা দিয়ে প্রত্যন্ত গ্রামে স্কুল গড়ে উঠল কীভাবে?

পিংলার স্কুল বাড়ি ঘিরে জমাট রহস্য।