Subhasish Bose: সবুজ-মেরুনের অনুশীলনে থাকলেন না শুভাশিস, কিন্তু কেন?

এএফসি কাপের শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা…

Subhasish Bose

এএফসি কাপের শেষ ম্যাচে বাংলাদেশের শক্তিশালী ফুটবল দল বসুন্ধরা কিংসের বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে হয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। যা নিয়ে প্রবল হতাশা ছিল সকলের মধ্যে। এই ম্যাচ জিততে পারলে অনায়াসেই ইন্টার জোনাল সেমিতে নিজেদের পথ প্রশস্ত করতে পারত কলকাতার এই প্রধান।

তবে শেষ ম্যাচ অমীমাংসিতভাবে শেষ করে আসার দরুণ কিছুটা হলেও বাড়তি চাপ আসবে দলের ফুটবলারদের মধ্যে। তবে এখনো নিজেদের গ্রুপ পর্বের শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। তাদের ঘাড়ের কাছেই নিশ্বাস ফেলছে বসুন্ধরা কিংস। যদিও তাদের সঙ্গে ৩ পয়েন্টের পার্থক্য রয়েছে।

তবে সেইসব ভুলে এবার ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচে জয় পেতে মরিয়া সবুজ-মেরুন ব্রিগেড। আগামী ১লা নভেম্বর জামশেদপুর এফসির বিপক্ষে খেলতে নামবে কলকাতার এই প্রধান। সেইমতো আজ থেকেই অনুশীলন শুরু করে দিয়েছেন হুয়ান ফেরেন্দো। বলতে গেলে আজ রিকোভারি সেশন ছিল সবুজ-মেরুন ব্রিগেডের।

যেখানে মূলত বসুন্ধরা ম্যাচে খেলা ফুটবলারদের বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চেকে বাড়তি অনুশীলন করানোই একমাত্র লক্ষ্য ছিল কোচের। সেখানেই এবার ধরা দিল নয়া ছবি। যেখানে আর্মান্দো সাদিকু থেকে শুরু করে একাধিক ফুটবলার অনুশীলন করলেও মাঠে দেখা মিলল না বাগান অধিনায়ক শুভাশিস বোস।

যা নিয়ে চিন্তায় সকলেই। বিশেষ সূত্র অনুযায়ী জানা গিয়েছে, নিজের ব্যক্তিগত কারনেই নাকি আসতেই পারেননি তিনি। তবে সেখানেই শেষ নয়। আজ অন্যান্য ফুটবলাররা অনুশীলন করলেও মাঠে আলাদা ভাবে অনুশীলন করতে দেখা যায় মনবীর সিং ও সাহাল আব্দুল সামাদকে। যা নিয়ে আরও বেশি চিন্তায় সকলে। আগামীর আইএসএল ম্যাচে আদৌ তাদের পাওয়া যাবে কিনা এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। অন্যদিকে, চোটের কারনে আপাতত এক মাস মাঠের বাইরে আনোয়ার আলি।