Mohun Bagan- Bengaluru FC: ফের রয়কৃষ্ণাদের মুখোমুখি প্রীতম কোটালরা, কবে ও কোথায় ?

গত মাসেই আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Mohun Bagan- Bengaluru FC)। সেদিন গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী ছিল আপামর ফুটবলপ্রেমী জনতা।

ATK Mohun Bagan and Bengaluru FC players in action during a football match

গত মাসেই আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি (Mohun Bagan- Bengaluru FC)। সেদিন গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এক হাড্ডাহাড্ডি ম্যাচের সাক্ষী ছিল আপামর ফুটবলপ্রেমী জনতা। নির্ধারিত সময় অতিক্রম করে অতিরিক্ত সময় পর্যন্ত একে অপরকে এক ইঞ্চি জমি না ছাড়লে ও পেনাল্টি শুটআউটের মধ্য দিয়ে স্থির হয় ম্যাচের ভাগ্য। সেখানে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে আইএসএল জয় করে এটিকে মোহনবাগান। এবার ফের শুভাশিষ – প্রীতমদের মুখোমুখি রয়কৃষ্ণা ও প্রবীররা। কিন্তু কোথায়?

আসলে গত মঙ্গলবার সন্ধ্যাবেলা কোঝিকোড় মেডিক্যাল কলেজের মাঠে দেখা গেল দুই শিবিরের ফুটবলারদের। আসলে এক মাঠেই এবার সুপার কাপের অনুশীলন চালাচ্ছে একাধিক দল। সেইজন্য রাত ৮ নাগাদ যখন অনুশীলন শেষ করে মাঠ ছাড়বেন রয়কৃষ্ণারা।

ঠিক তখনই মাঠে ঢুকতে দেখা যায় সবুজ-মেরুন ব্রিগেডকে। আইএসএল ফাইনালের প্রতিপক্ষদের দেখে যথেষ্ট হালকা মেজাজে দেখা গেল দলের ফুটবলারদের। নিজের আইকন গুরপ্রীত সিং সিন্ধুর সঙ্গে ও আড্ডার মেজাজে দেখা গেল বাগান গোলরক্ষক বিশাল কাইথ কে।

এছাড়াও নিজের পুরোনো সতীর্থের সঙ্গে খুনশুটিতে মাতলেন রয়কৃষ্ণা। অন্যদিকে সবুজ-মেরুনের লেফটব্যাক শুভাশিষ বোসের সঙ্গে একান্তে কথা বলতে দেখা যায় জাবি হার্নান্দেজ কে। আসলে প্রতিপক্ষ কিংবা লড়াইটা সম্পূর্ণ ই নব্বই মিনিট পর্যন্ত। তারপর সকলেই বন্ধু।