Mohun Bagan: এবার কি কোচ বদল সবুজ-মেরুন শিবিরে? জানুন বিস্তারিত

একটা সময় হিরো আইএসএল থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি ছিল এটিকে মোহনবাগানের (Mohun Bagan)। সেমিফাইনাল তো দূরের বিষয়। তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ায় পর থেকেই পালতোলা নৌকোয় যেন হাওয়া লেগেছে

ATK Mohun Bagan is playing at home against Odisha in the eliminator round of ISL

একটা সময় হিরো আইএসএল থেকে ছিটকে যাওয়ার পরিস্থিতি ছিল এটিকে মোহনবাগানের (Mohun Bagan)। সেমিফাইনাল তো দূরের বিষয়। তবে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় পাওয়ায় পর থেকেই পালতোলা নৌকোয় যেন হাওয়া লেগেছে। ইমামি ইস্টবেঙ্গলের পাশাপাশি নক আউটে ওডিশা এফসির মতো দলগুলো সহজেই হারিয়ে দেয় প্রীতমরা। তারপর সেমিতে হায়দরাবাদ এফসির মুখোমুখি হয় সবুজ-মেরুন শিবির। প্রথম লেগ অমীমাংসিত থাকলেও দ্বিতীয় লেগে ট্রাইবেকারে জয় নিশ্চিত করে এটিকে মোহনবাগান।

তারপরে ফাইনালের সোনালি ইতিহাস তো এখন সকলের মুখে মুখে। গত রবিবার কাপ জিতে কলকাতায় ফেরেন সবুজ-মেরুন ফুটবলাররা। তারপর সঞ্জীব গোয়েঙ্কার বাসভবনে আয়োজন করা হয় একটি ছোটখাটো সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান। পাশাপাশি চলে ফটোশেসন। তারপর গতকাল সবুজ-মেরুন তাঁবুতে গোটা দলকে সংবর্ধিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এবার প্রশ্ন হল আগামী মরশুমে ও কি দায়িত্বে থাকবেন ফেরেন্দো?

এ বিষয়ে শিলমোহর পড়ে গিয়েছিল ঠিক সেদিনকেই। গোয়েঙ্কার বাসভবনে আয়োজিত অনুষ্ঠানেই জানানো হয়েছিল, যে আগামী মরশুমের জন্য দলের দায়িত্বে রাখা হচ্ছে স্প্যানিশ কোচ হুয়ান ফেরেন্দোকে। অর্থাৎ ২০২৩ থেকে ২০২৪ পর্যন্ত সবুজ-মেরুন শিবিরের দায়িত্ব পালন করবেন এবারের এই আইএসএল জয়ী কোচ। তবে কিছুতেই যেন রাগ কমছে না দলের অন্যতম তারকা ফুটবলার হুগো বুমোসের। গত ফাইনাল ম্যাচ থেকেই কোচের সাথে মন মালিন্যে জড়িয়ে ছিলেন তিনি।

ম্যাচের ঠিক ৮৬ মিনিটের মাথায় হঠাৎ করে বুমোস কে বসিয়ে দেয় ফেরেন্দো। তার পরিবর্তে দলে আনা হয় এক ডিফেন্ডার কে। যা কিছুতেই মেনে নিতে পারেননি বুমোস। চ্যাম্পিয়ন হওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই নিয়ে ক্ষোভ ও প্রকাশ করতে দেখা যায় তাকে। পরবর্তীতে দলের সতীর্থ খেলোয়াড় সহ বাগান কোচ তাকে গিয়ে সমস্ত কিছু বোঝালেও রাগ কিছুতেই কমছে না দলের এই ভরসাযোগ্য মিডফিল্ডারের।