ATK ‘রিমুভ’ হয়ে আগামী মরসুমে সবুজ-মেরুনের নাম মোহনবাগান সুপারজায়ান্টস

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এক্ষেত্রে অনবদ্য ভূমিকা নিয়েছেন দলের গোলরক্ষক বিশাল কাইথ।

Sanjiv Goenka Confirms ATKMB Will Be Renamed to Mohun Bagan Super Giants

বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। এক্ষেত্রে অনবদ্য ভূমিকা নিয়েছেন দলের গোলরক্ষক বিশাল কাইথ। নির্ধারিত সময় পর্যন্ত খেলার ফলাফল অমীমাংসিত থাকার পর ট্রাইবেকারে জয় ছিনিয়ে নেয় প্রীতমের সবুজ-মেরুন শিবির। যা নিয়ে আনন্দে মাতোয়ারা আপামর মোহনবাগান সমর্থকবৃন্দ। এই খুশির দিনেই দলকে কেন্দ্র করে বিশেষ ঘোষণা করলেন, সঞ্জীব গোয়েঙ্কা। সেই অনুযায়ী আগামী মরশুম থেকে বদলে যাচ্ছে দলের নাম।

তাই এবছরের পর আর থাকছে না ‘এটিকে’ শব্দটি। তার ঘোষণা অনুযায়ী আসন্ন ফুটবল মরশুমে ক্লাবের নাম হতে চলেছে মোহনবাগান সুপারজায়ান্টস (Mohun Bagan Super Giants )। যা শুনে খুশি দলের সিংহভাগ সমর্থকরা। উল্লেখ্য, বিগত কয়েক বছর আগেই মোহনবাগানের সঙ্গে যুক্ত হয়েছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। তারপর থেকেই বদলে গিয়েছে মোহনবাগানের চেহারা। লোগোতে ও এসেছে আমূল পরিবর্তন। সেই সময় দলের নতুন নাম হয় এটিকে মোহনবাগান। যা শুনে রীতিমতো ক্ষোভে ফুঁসতে থাকে দলের সমর্থকদের একাংশ।

রীতিমতো ক্লাবের সামনে বিক্ষোভ করতে দেখা যায় বাগান সমর্থকদের। তাদের স্লোগান ছিল একটাই। রিমুভ রিমুভ রিমুভ এটিকে। যা নিয়ে একটা সময় সরগরম হয়ে ওঠে কলকাতা ময়দান। আজ যেন সেই আগুনেই জল ঢাললেন সঞ্জীব গোয়েঙ্কা।