গোল উৎসবের রাত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) ম্যাচে বাঘা বাঘা একাধিক দল মাঠে নেমেছিল। একাধিক ম্যাচে হয়েছে ছ’টি করে গোল। বৃহস্পতিবার রাতে ফুটবল প্রেমীদের অন্যতম উপভোগ্য ম্যাচ উপহার দিল আর্সেনাল।
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ফরাসি ক্লাব লেন্সের বিরুদ্ধে মাঠে নেমেছিল আর্সেনাল। ম্যাচের শুরু থেকে কিঞ্চিৎ ফিজিক্যাল ফুটবল খেলা শুরু করেছিল লেন্স। খেলার মান যে খুব ভালো ছিল এমনটা না। বরং কিছুটা অগোছালো। তার মধ্যেও আর্সেনালের আক্রমণের ধার ছিল বেশি।
এমিরেটস স্টেডিয়ামে দুই দলের ফুটবলারদের মধ্যে চলছিল চোরাগোপ্তা মার। তার মধ্যে থেকে আচমকা জ্বলে ওঠে আর্সেনাল। ১৫ মিনিটে চার গোল। বিরতির আগে লেন্সের বিরুদ্ধে ৫-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আয়োজক দল। ১৩ মিনিটে কাই হ্যাবার্জ শুরু করেছিলেন গোল-পর্ব। এরপর গ্যাব্রিয়েল জেসুস (২১ মিনিট), বুকায়ো সাকা (২৩ মিনিট), গ্যাব্রিয়েল মার্টিনেলি (২৭ মিনিট) আর্সেনালের হয়ে পরপর গোল করে যান। বিরতির ঠিক আগে পঞ্চম গোল মার্টিন ওদেগার্ডের। দ্বিতীয়ার্ধের হয় আরও একটি গোল। পেনাল্টি থেকে গোল করে লেন্সের কফিনে শেষ পেরেক পুঁতে দেন জর্গিনহো।
Six of the best ✨ pic.twitter.com/ECgws05TO4
— Arsenal (@Arsenal) November 29, 2023
এই ম্যাচের পর গ্রুপ বি ক্রম তালিকার শীর্ষ স্থানে থেকে শেষ ষোলোয় জায়গা করে নিল গানাররা। পাঁচ ম্যাচ তাদের প্রাপ্ত পয়েন্ট ১২।
Into the Champions League Last 16 as group winners ❤️ pic.twitter.com/GF2AaupUrG
— Arsenal (@Arsenal) November 29, 2023