Anwar Ali: সুপার কাপে খেলবেন আনোয়ার? জানুন

গত অক্টোবর মাসের শেষের দিকে কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের প্রথম লেগের ম্যাচ খেলতে রবিনহোদের বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা…

Anwar Ali

গত অক্টোবর মাসের শেষের দিকে কলিঙ্গ স্টেডিয়ামে এএফসি কাপের প্রথম লেগের ম্যাচ খেলতে রবিনহোদের বসুন্ধরা কিংসের মুখোমুখি হয়েছিল মোহনবাগান। প্রথমদিকে সব ঠিকঠাক থাকলেও দ্বিতীয়ার্ধে খেলা চলাকালীন আচমকাই চোট আসে আনোয়ারের আলির (Anwar Ali)। শট মারতে গিয়ে বলের বদলে মাটিতে পা রেখে ফেলেন এই ভারতীয় ডিফেন্ডার।

যারফলে, গুরুতর চোট পেয়ে মাটিতেই পড়ে যান এই তারকা। পরবর্তীতে খোড়াতে খোড়াতে মাঠ ছাড়তে হয় তাকে। প্রাথমিকভাবে মাঠে তার চিকিৎসা করার পর ক্রেপ ব্যান্ডেজ বেঁধে দেওয়া হলেও শেষ পর্যন্ত স্ট্রেচারে করেই মাঠ ছাড়তে হয় এই ফুটবলারকে। শেষ পর্যন্ত দলের সহকর্মীদের সাহায্যে স্টেডিয়াম ছেড়ে গাড়িতে ওঠেন আনোয়ার। তার এই পরিস্থিতি দেখে রীতিমতো চিন্তায় পড়ে যায় গোটা ম্যানেজমেন্ট।

   

পরবর্তীতে জানা যায়, তার পায়ের সেই স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আপাতত আর মাঠে ফেরা হচ্ছে না আনোয়ার আলির। শোনা গিয়েছিল, আবার সবুজ-মেরুন জার্সিতে পুরোনো ছন্দে ধরা দিতে প্রায় জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতীয় দলের অন্যতম এই ডিফেন্ডারকে। ঠিক সেটাই হতে চলেছে এবার। আগামী বছরের আগে আর বাগান জার্সিতে খেলা হচ্ছে না এই ভারতীয় ডিফেন্ডারের। অন্যদিকে, তার অভাব ভালো মতোই টের পাচ্ছে মোহনবাগান। হ্যামিল থেকে শুরু করে হেক্টর ইউৎসে কিংবা শুভাশিস বসুরা দলে থাকলেও বাগান দূর্গের ভাঙন রক্ষা করা সম্ভব হয়নি কারুর পক্ষে। এএফসি কাপের যে স্বপ্ন দেখতে শুরু করেছিল সকলে তা শেষ হয়ে গিয়েছে কয়েকদিন আগেই। এবার ঘুরে দাঁড়ানোই চ্যালেঞ্জ দলের কাছে।

কিন্তু কবে ফিট হবেন আনোয়ার? বিশেষ সূত্র মারফত জানা গিয়েছে, আগামী সুপার কাপ পর্যন্ত পাওয়া যাবে না দেশের দাপুটে এই ডিফেন্ডারকে। আগামী জানুয়ারীতে পায়ের ব্যান্ডেজ খুলে রিহ্যাব শুরু করবেন আনোয়ার। সেক্ষেত্রে তাকে সাহায্য করেছেন রঞ্জিত বাজাজ। যতদূর খবর, মিনার্ভা অ্যাকাডেমিতে অনুশীলন করবেন তিনি। পরবর্তীতে সুস্থ হয়ে ফিরবেন বাগান ব্রিগেডে।