East Bengal FC: জুনিয়র দলের দুই ফুটবলারকে আনা হতে পারে আইএসএলে

এবারের আইএসএল সিজনে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। প্রথমদিকে ছন্দ থাকলেও পরবর্তীতে বদলে যেতে থাকে পরিস্থিতি। সেজন্য, প্রথম লেগের…

Shyamal Besra and Mahitosh Roy

এবারের আইএসএল সিজনে খুব একটা সুবিধাজনক পরিস্থিতিতে নেই ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব (East Bengal FC)। প্রথমদিকে ছন্দ থাকলেও পরবর্তীতে বদলে যেতে থাকে পরিস্থিতি। সেজন্য, প্রথম লেগের শেষে অনেকটাই তলানিতে থাকতে হয় তাদের। কিন্তু পরবর্তীতে কলিঙ্গ সুপার কাপ জয় করার পর থেকে আত্মবিশ্বাস আসে দলের ফুটবলারদের মধ্যে।

সেই আত্মবিশ্বাস নিয়েই আইএসএলের দ্বিতীয় লেগে মোহনবাগান সুপারজায়ান্টস দলের বিপক্ষে অনবদ্য পারফরম্যান্স থাকে লাল-হলুদের।‌ কিন্তু পরবর্তী ম্যাচ থেকেই ফের হোঁচট খাওয়া শুরু ক্লেটনদের। সময় যত এগিয়েছে ততই পিছিয়ে পড়তে হয়েছে তাদের। বর্তমানে টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে যেতে হলে আসন্ন সবকটি ম্যাচে জয় পেতে হবে কলকাতার এই প্রধানকে।

যা অনেকটাই কঠিন মশাল ব্রিগেডের কাছে। তবুও নিজেদের সেরাটা দিতে মরিয়া সকলে। এসবের মাঝেই আইএসএলের বাকি ম্যাচ গুলির কথা মাথায় রেখে জুনিয়র দলের বেশকিছু ফুটবলারকে সিনিয়র দলে আনতে পারে ইমামি ইস্টবেঙ্গল। যাদের মধ্যে রয়েছেন শ্যামল বেসড়া এবং মাহিতোষ রায়। বিভিন্ন সূত্র মারফত উঠে আসছে ঠিক এমনটাই খবর।

উল্লেখ্য, এবারের এই রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইয়ুথ ডেভেলপমেন্ট লিগের শুরু থেকেই ব্যাপক ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল। যেখানে একাধিক ম্যাচেই গোল পাচ্ছেন তরুণ তারকা শ্যামল বেসড়া। এছাড়াও বেশকিছু অ্যাসিস্ট রয়েছে মাহিতোষ রায়ের। সেই সুবাদেই এবারের এই ডেভেলপমেন্ট লিগের ইস্টজোন থেকে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

এবার সিনিয়র ফুটবলারদের পাশাপাশি এই সমস্ত উদীয়মান ফুটবলারদের আইএসএল খেলিয়ে দেখে নিতে চায় ম্যানেজমেন্ট। যা নিঃসন্দেহে বড়সড় সুযোগ এই তরুণ ফুটবলারদের কাছে। উল্লেখ্য, আগামী মাসেই দক্ষিণের শক্তিশালী ফুটবল দল কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হতে হবে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবকে। এখন এই ম্যাচের উপরেই নির্ভর করবে দলের প্লে-অফের ভাগ্য।