Accident: নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে খাদে পড়ে গেল বাস, মৃত কমপক্ষে ৪৫ জন

ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। পাহাড় থেকে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। মৃত্যু হল ৪৫ জনের। দক্ষিণ আফ্রিকায় (South Africe) বৃহস্পতিবার ইস্টার উৎসবে যাওয়ার পথে…

ভয়াবহ দুর্ঘটনা (Accident) ঘটে গেল দেশে। পাহাড় থেকে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। মৃত্যু হল ৪৫ জনের। দক্ষিণ আফ্রিকায় (South Africe) বৃহস্পতিবার ইস্টার উৎসবে যাওয়ার পথে পুণ্যার্থী বোঝাই একটি বাস পাহাড়ের গায়ে থাকা একটি একটি ব্রিজ থেকে পড়ে যায়। এরপর সেটিতে আগুন ধরে গেলে অন্তত ৪৫ জন নিহত হন।

উত্তরাঞ্চলীয় লিম্পোপো প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় একমাত্র বেঁচে গিয়েছে আট বছর বয়সী একটি শিশু। তাঁর চিকিৎসা চলছে। যদিও সে গুরুতর আহত বলে খবর। লিম্পোপো প্রাদেশিক সরকার জানিয়েছে, বাসটি মামামাতলাকালা সেতু থেকে ছিটকে ১৬৪ ফুট খাদে পড়ে যায়। তল্লাশি অভিযান চলছে, তবে অনেক মৃতদেহ এতটাই পুড়ে গেছে যে তাদের চেনা যাচ্ছে না এবং এখনও গাড়ির ভেতরে আটকে পড়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ধারণা বাসটি প্রতিবেশী দেশ বতসোয়ানা থেকে ইস্টারের জন্য মোরিয়া শহরে যাচ্ছিল। অনেকের অনুমান, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল। বাস চালকেরও মৃত্যু হয়েছে।