INDIA: রাতেই জানান কী ভাবলেন, নীতীশকে বার্তা লালু-বাম শিবিরের

বিহার ঘিরে ভারত জুড়ে হই হই। পাটনা থেকে বিশেষ সূত্র মারফত Kolkata 24×7 জানতে পেরেছে, অ-বিজেপি জোটে নাকি বিজেপির জোটে থাকবেন নীতীশ কুমার সেটি আজ…

nitish kumar vs lalu prasad yadav

বিহার ঘিরে ভারত জুড়ে হই হই। পাটনা থেকে বিশেষ সূত্র মারফত Kolkata 24×7 জানতে পেরেছে, অ-বিজেপি জোটে নাকি বিজেপির জোটে থাকবেন নীতীশ কুমার সেটি আজ রাতেই স্পষ্ট করতে হবে। তিনি নীরব থাকায় ক্ষমতাসীন মহাজোটের সরকার অস্বস্তিতে পড়ছে। একইসাথে INDIA জোটেও বাড়ছে অস্বস্তি। নীতীশ কুমার INDIA জোটের চর্চিত মুখ। তিনি জোট ত্যাগ করে ফের NDA তে সামিল হতে পারেন এমনই গুঞ্জন।

নীতীশ কুমার ফের মোদীর শিবিরেই আসছেন, তিনিই মুখ্যমন্ত্রী থাকবেন বলে ইঙ্গিত বিহার প্রদেশ বিজেপির সভাপতি সম্রাট চৌধুরীর। তবে নীতীশ ও তাঁর দল জেডিইউ নীরব। এতেই বাড়ছে বিতর্ক। জানা যাচ্ছে রবিবার নীতীশ ফের এনডিএ শিবিরে ঢুকে নতুন করে মু়খ্যমন্ত্রীর পদে শপথ নেবেন। এই পরিস্থিতিতে বর্তমানে সরকারে থাকে অ-বিজেপি মহাজোটের বড় শরিক আরজেডি প্রবল আক্রমনাত্মক। দলের সুপ্রিমো লালুপ্রসাদ যাদব তাঁর বাসভবনে শুরু করেছেন জোটের সরকার ধরে রাখার জন্য বিধায়ক জোটানোর কাজ।

আরজেডির তরফে নীতীশের কাছে বার্তা গেছে, আপনি বিজেপি শিবিরে যাচ্ছেন কিনা তা রাতেই স্পষ্ট করে জানান। সূত্রের খবর, সরকারে থাকা মহাজোটের অন্যতম শরিক বামশিবিরও নীতীশের কাছে কৈফিয়ত তলব করেছে। বিহারে অন্যতম বাম শক্তি সিপিআইএমএল (লিবারেশন)। তারা নীতীশের আচরণে ক্ষুব্ধ। একইভাবে সিপিআইএম ও সিপিআই ক্ষোভ জানিয়েছে।

Kolkata 24×7 জানতে পেরেছে, নীতীশের ভূমিকা নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেছিল সিপিআইএম পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি। দলটির তরফে কলকাতায় জ্যোতি বসু নামাঙ্কিত গবেষণা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতি করা হয়েছিল নীতীশ কুমারকে। এ নিয়ে ইন্ডিয়া জোট গরম হয়। কারণ, ওই অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল ও নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ছিলেন ব্রাত্য। অনুষ্ঠানে আসব বলেও আসেননি নীতীশ কুমার। একই অনুষ্ঠানে কেরলের মুখ্যমন্ত্রী ও শীর্ষ সিপিআইএম নেতা পি বিজয়নও আসবেন বলে আসেননি। তবে নীতীশের না আসার কারণ অস্বস্তি বলেই মনে করছে সিপিআইএম। তখন থেকেই নীরব নীতীশ। বারবার জোট বদলে অন্তস্থ নীতীশকে নিয়ে সন্দেহ বাড়ছিল বাম শিবিরে।

এবার নীতীশকে ঘিরে সরগরম পরিস্থিতি। ইন্ডিয়া জোটে নীতীশকে ধরে রাখতে জোটেরই অপর শরিক সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব দিয়েছেন প্রধানমন্ত্রী পদপ্রাপ্রার্থীর টোপ।