ATK Mohun Bagan: হ্যামিল ও গ্লেনকে নিয়েই হায়দরাবাদ জয়ের পরিকল্পনা বাগানের

আইএসএলের প্রথম সেমিফাইনালে হায়দরাবাদ কে কোনও রকমে আটকে দিয়েছিল হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। 

আইএসএলের প্রথম সেমিফাইনালে হায়দরাবাদ কে কোনও রকমে আটকে দিয়েছিল হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। 

আইএসএলের প্রথম সেমিফাইনালে হায়দরাবাদ কে কোনও রকমে আটকে দিয়েছিল হুয়ান ফেরেন্দোর এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)।  যারফলে, শেষ পর্যন্ত ম্যাচ অমীমাংসিত রেখেই মাঠ ছেড়ে ছিল দুই পক্ষ। তবে খুব একটা খুশি হতে পারেননি দলের কোচ। কারন বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করেছিল মনবীর – বুমোসরা। তাই শেষ পর্যন্ত ম্যাচ জিততে গিয়ে ও আটকে যেত হল সবুজ-মেরুন ব্রিগেডকে।

আরও পড়ুন: ATK Mohun Bagan: রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগের জন্য দল ঘোষণা করল মোহনবাগান

   

আগামীকাল আইএসএলের দ্বিতীয় লেগের সেমিফাইনাল। যেদিকে তাকিয়ে আপামর ভারতবাসী। তবে ঘরের মাঠে ম্যাচ হওয়ায় বাড়তি অ্যাডভান্টেজ পেতে চলেছে এটিকে মোহনবাগান। নিজেদের দলের সমর্থকদের সামনে ম্যাচ খেলা, যেকোনো দলের কাছেই বাড়তি অক্সিজেনের সমান। একথা অস্বীকার করার কোনও সুযোগ নেই। তাই সেই সুযোগ ই এখন কাজে লাগাতে মরিয়া বাগান শিবির। সমর্থকদের কাল কে মাঠে আসার অনুরোধ করতে ও শোনা যায় বেশকিছু খেলোয়াড়দের।

আরও পড়ুন: ATK Mohun Bagan: বিশালের হাত ধরেই ফাইনালের স্বপ্ন দেখছে মোহনবাগান

এই প্রসঙ্গে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচ ফেরেন্দো বলেন, অন্যান্য ম্যাচের মতোই এই ম্যাচ আমাদের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রে ও পরিকল্পনার খুব একটা বদল দেখা যাবে না। সেই সাথে প্রথম লেগের পরিকল্পনাই আবার তুলে এনে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই আমাদের ম্যাচ শেষ করার পরিকল্পনা থাকবে। তবে পেনাল্টি শুটআউটে এর ব্যাপারে প্রশ্ন করা হলে, সেটিকে গুরুত্ব দিতে নারাজ থাকেন তিনি। তার মতে মোহনবাগান অতিরিক্ত সময়ের কথা চিন্তা করে মাঠে নামে না। তাই নব্বই মিনিটের মধ্যেই ম্যাচের রাশ নিজেদের দিকে টানতে চান স্প্যানিশ কোচ।

আরও পড়ুন: Juan Ferrando: হায়দরাবাদের বিরুদ্ধে ড্র করার কারণ সম্পর্কে ‘বিস্ফোরক’ মোহনবাগান কোচ

জানা গিয়েছে, কালকের ম্যাচের জন্য আজ দলের সাথে পুরোদমে অনুশীলন করেছেন ব্রান্ডন হ্যামিল ও গ্লেন মার্টিনস। তাই সব কিছু ঠিক থাকলে কালকের ম্যাচে খেলতে দেখাই যেতে পারে এই দুই তারকা ফুটবলার কে। উল্লেখ্য, দিনকয়েক আগেই নিজের পারিবারিক সমস্যার জন্য দেশে ফিরে গিয়েছিলেন ব্রান্ডন হ্যামিল। এরপর দেশে ফিরে সোজা হায়দরাবাদের হোটেল চলে আসেন এই তারকা। তারপর দলের সঙ্গে ই অনুশীলন শুরু করে ছিলেন তিনি। আজ যুবভারতী ক্রীড়াঙ্গনে হায়দরাবাদ ম্যাচের আগে নিজেদের শেষ অনুশীলন করল গোটা দল। সেখানেই দেখা গেল এই দুই তারকা কে। তবে আশিক কে নিয়ে এখনো থেকে গিয়েছে ধোঁয়াশা।