NorthEast United FC: জামশেদপুরের বিপক্ষে নাটকীয় জয় নর্থইস্টের

এভাবেও পয়েন্ট পাওয়া যায়। দেখিয়ে গেল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC )। গতকালের ম্যাচে মাত্র ১৯ মিনিটের মাথায় গোল করে স্কট কুপারের জামশেদপুরকে…

NorthEast United FC

এভাবেও পয়েন্ট পাওয়া যায়। দেখিয়ে গেল জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (NorthEast United FC )। গতকালের ম্যাচে মাত্র ১৯ মিনিটের মাথায় গোল করে স্কট কুপারের জামশেদপুরকে এগিয়ে দেন চিমা চুকু। নির্ধারিত সময়ের শেষে এই গোলের ব্যবধানেই এগিয়ে ছিল লিগ শিল্ড জয়ী দল। তবে অতিরিক্ত সময়ের মধ্যেই ঘটে যায় বিপত্তি। গোল করে দলকে সমতায় ফেরান নর্থইস্টের মাইকেল যোবাকো। বলা যায় এই গোলের ফলেই নতুন করে যেন প্রান ফিরে পায় নর্থইস্ট ইউনাইটেড দল। তারপর সময় এগোনোর সাথে সাথে বাড়তে থাকে আক্রমণ।

জামশেদপুর এফসি প্রতি আক্রমণে ওঠার চেষ্টা করলেও কোনোভাবেই তা সম্ভব হয়ে ওঠেনি। বলা যায়, নর্থইস্ট ঝড়ের সামনে কার্যত পিছু হটতে হয়েছিল তাদের। এই ঘনঘন আক্রমণের দরুণ ম্যাচের একেবারে অন্তিম লগ্নে এসে পেনাল্টি পেয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড ফুটবল দল। যারফলে, গোলের জন্য বাড়তি উৎসাহ দেখা দেয় সকলের মধ্যে।

এই পরিস্থিতিতে পেনাল্টি নিতে এগিয়ে আসেন ইবসন মেলো। ম্যাচের একেবারে শেষ মুহূর্ত হলেও গোল করতে কোনো রকমের ভুল করেননি ইবসন মেলো। বলা যায় তার করা গোলেই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে হাইল্যান্ডাররা। এর ফলে, লিগ টেবিলের তিন নম্বরে উঠে আসে নর্থইস্ট ইউনাইটেড। যা দেখে খুশি সকলেই।

উল্লেখ্য, গতবারের খারাপ পারফরম্যান্সের পর নতুন মরশুম থেকে ঘুরে দাঁড়ানোই একমাত্র লক্ষ্য ছিল নর্থইস্ট ইউনাইটেডের। সেজন্য নতুন করে ঢেলে সাজানো হয় গোটা দল। এবারের ডুরান্ড কাপে ও যথেষ্ট প্রভাব বিস্তার করেছে এই ফুটবল দল। শেষ পর্যন্ত সেমিফাইনালে ইমামি ইস্টবেঙ্গল দলের কাছে পরাজিত হয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে যেতে হলেও আইএসএলে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর এই ফুটবল ক্লাব।