ED: দুর্নীতির তদন্তে ইডি তুলে আনল মন্ত্রী জ্যোতিপ্রিয়কে

রেশন দুর্নীতির তদন্তে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইডি। এ নিয়ে মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ন সদস্য কেন্দ্রীয়…

রেশন দুর্নীতির তদন্তে বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে গভীর রাতে বাড়ি থেকে তুলে নিয়ে গেছে ইডি। এ নিয়ে মন্ত্রিসভার আরও এক গুরুত্বপূর্ন সদস্য কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে এলেন। দীর্ঘ তল্লাশি ও জেরার পর জ্যোতিপ্রিয় মল্লিকেকে তুলে নিয়ে গেছে ED

তাঁকে কি গ্রেফতার করা হল? ইডি সূত্রে মন্ত্রীকে গ্রেফতার করার বিষয়ে স্পষ্ট করা হয়নি। তবে মন্ত্রী জানান তিনি ষড়যন্ত্রের শিকার হয়েছেন। রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকক শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ বাড়ি থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় ইডি গোয়েন্দারা। বৃহস্পতিবার প্রায় ২১ ঘণ্টা তল্লাশির জেরার পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি।

জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি নিয়ে গতকালই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন,”বালুর (জ্যোতিপ্রিয় মল্লিক) শরীর খুব খারাপ। আজ যদি ও মরে যায়, তাহলে আমি কিন্তু ইডি ও বিজেপির বিরুদ্ধে এফ‌আইআর করব। এর আগে সুলতান আহমেদের সঙ্গে হয়েছে, প্রসূন মুখার্জির সঙ্গে হয়েছিল, সেই কারণেই প্রসূন মূখার্জির ব‌উ মারা গিয়েছিল।” মমতার বিস্ফোরক মন্তব্যের পর মন্ত্রী গ্রেফতার হতে পারেন বলে তৃণমূল মহলে আশঙ্কা ছড়ায়। সেই আশঙ্কা সত্যি হলো ভোর রাতে।

রেশন দুর্নীতির তদন্তে আগেই গ্রেফতার করা হয় ব্যবসায়ী বাকিবুর রহমানকে। সে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ। তার প্রায় ১০০ কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে বলে জানিয়েছে ইডি। বাকিবুরের দেওয়া তথ্যের ভিত্তিতেই জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে তল্লাশি চালানো হয় বলে ইডি সূত্রে খবর। রেশনের গম খোলা বাজারে বিক্রির অভিযোগ রয়েছে বাকিবুরের বিরুদ্ধে। এই দুর্নীতিতে রাজ্যের রেশন ডিলারদের একাংশও যুক্ত বলে মনে করছে ইডি।