East Bengal FC: টিমের ইনজুরি ইস্যুতে বড় আপডেট দিলেন স্টিফেন কনস্টাটাইন

গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) চলতি ISL টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি। আগামী…

Emami East Bengal practice update

গত ইন্ডিয়ান সুপার লিগের (ISL) ‘লাস্ট বয়’ ইস্টবেঙ্গল এফসির (East Bengal FC) চলতি ISL টুর্নামেন্টে দুটি ম্যাচ খেলা হয়ে গেলেও এখনও জয়ের মুখ দেখেনি। আগামী বৃহস্পতিবার তৃতীয় ম্যাচে লিগ টেবিলের সবচেয়ে নীচে থাকা দল নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে জয়ের সুবর্ণ সুযোগ সামনে রয়েছে লাল-হলুদ শিবিরের।

এই প্রেক্ষিতে মঙ্গলবার প্রি ম্যাচ প্রেস মিটে এসে ইস্টবেঙ্গল এফসির হেডকোচ স্টিফেন কনস্টাটাইন দলের খেলোয়াড়দের ইনজুরি ইস্যুতে মুখ খুলেছেন। কনস্টাটাইনের কথায়,”লিমা এই ম্যাচে অনিশ্চিত। (গত ম্যাচের পরে) আজকেই ও প্রথম মাঠে নেমেছিল অনুশীলনের জন্য। ওর ব্যাপারে আমরা যথেষ্ট সাবধান। বৃহস্পতিবার ও প্রথম দলে বা আদৌও খেলতে পারবে কি না সন্দেহ আছে। গত সপ্তাহে অনুশীলনে এলিয়ান্দ্রোর একটা চোট লাগে, যেটা এখন আরও বেড়েছে। এই ম্যাচে ওর খেলার সম্ভাবনা কম।”

   

নর্থইস্ট ইউনাইটেড এফসি চলতি ISL টুর্নামেন্টে নিজেদের প্রথম দুটি ম্যাচে জয়ের মুখ দেখেনি। ফলে ঘরের মাঠে হোম অ্যাডভান্টেজ কাজে লাগিয়ে জয় ছিনিয়ে আনতে মারণ কামড় বসাবে লাল হলুদ ব্রিগেডের বিরুদ্ধে তা নিশ্চিত। মার্কো বুলবুলের ছেলেদের বিরুদ্ধে গেমপ্ল্যান প্রসঙ্গে এদিনের প্রি ম্যাচ প্রেস মিটে ইস্টবেঙ্গল এফসি কোচ বলেন,”আমাদের কাছে সব দলই বিশেষ এবং প্রতিটি দলই আলাদা। তবে কেরালা ও গোয়ার দলের বিরুদ্ধে যে রকম প্রস্তুতি নিয়েছিলাম, নর্থইস্টের বিরুদ্ধেও আমরা সে রকমই প্রস্তুতি নিচ্ছি। ওদের দল যে রকম, সেই অনুযায়ীই নিজেদের তৈরি করে নেব আমরা। যাতে ইতিবাচক ফল পাওয়া যায়।”

গত ISLটুর্নামেন্টে ১১ ম্যাচের পর মহেশ সিং নাওরেমের জোড়া গোলে একমাত্র জয় পেয়েছিল মারিও রিভেরার এসসি ইস্টবেঙ্গল। এফসি গোয়াকে ২-১ গোলে হারানোর পর রিভেরার ম্যাজিক ফিকে হয়ে গিয়েছিল।

২০২১-২২ ISL সেশনের প্রায় মাঝপথে কোচ বদল করে রিভেরা জমানাতেই লাল হলুদ জার্সিতে ‘লাস্ট বয়’ তকমা সেটে যায়,যা আজও অক্ষত। এমন অবস্থায় লাস্ট বয়ের তকমা জার্সি থেকে ঝেড়ে ফেলতে হলে হাইল্যান্ডারদের বিরুদ্ধে জিততেই হবে স্টিফেন কনস্টাটাইনের ইস্টবেঙ্গল এফসি’কে।