Stephen Constantine: হাইল্যান্ডারদে’র বিরুদ্ধে খেলার আগে বিতর্কের লাইমলাইটে কনস্টাটাইন

ডার্বি ম্যাচের আগে ATK মোহনবাগান বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে সবুজ মেরুন শিবিরের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL)…

stephen constantine

ডার্বি ম্যাচের আগে ATK মোহনবাগান বড় ব্যবধানে জয় পেয়েছে। ফলে সবুজ মেরুন শিবিরের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অন্যদিকে, চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল এফসি চলতি ইন্ডিয়ান সুপার লিগে (ISL) টানা দুই ম্যাচ হেরেছে, এমন আবহে মঙ্গলবার লাল হলুদ ব্রিগেড গুয়াহাটি উড়ে গিয়েছে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলার জন্য।

মঙ্গলবার কলকাতায় প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে এসে ইস্টবেঙ্গল এফসি হেডকোচ স্টিফেন কনস্টাটাইন (Stephen Constantine) অত্যন্ত চাঁচাছোলা ভাষাতে ডার্বি ম্যাচ নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। কনস্টাটাইনের কথায়,”ডার্বি নিয়ে এখন আমার কোনও আগ্রহ নেই। দু’দিন পরেই যখন আমাদের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে, তখন ডার্বি নিয়ে ভাবতে যাব কেন? সব ম্যাচই আমাদের কাছে স্পেশ্যাল, সে ATK মোহনবাগান হোক বা নর্থইস্ট।” বিগত দু’ম্যাচে দলের পারফরম্যান্সের প্রসঙ্গে এদিন কনস্টাটাইন বলেন,” যদিও শুরুটা যেমন চেয়েছিলাম, তেমন করতে পারিনি। তবে এখনই ATK মোহনবাগানকে নিয়ে ভাবছি না।”

   

ডার্বি ম্যাচ নিয়ে ইস্টবেঙ্গল কোচকে জিঞ্জাসা করা হলে তিনি স্বাভাবিক ভাবেই বিরক্ত বোধ করেন। কেননা, ইস্টবেঙ্গলের বৃটিশ কোচ ভালই জানেন ডার্বি ম্যাচ কতটা ‘হাইপ্রেসার গেম’ দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের কাছে। ডার্বি ম্যাচে বল গড়ানোর আগে থেকেই ‘মাইন্ড গেম’ শুরু হয়ে যায়। এর ওপর আবার টানা ৬ ডার্বি ম্যাচের রঙ সবুজ মেরুন।

স্বভাবতই, সাম্প্রতিক এই পরিসংখ্যানে এগিয়ে ATK মোহনবাগান। তাই যাতে লাল হলুদ ফুটবলাররা এবং নিজে যাতে বাড়তি কোনও চাপের মধ্যে না থাকতে হয়, এই কারণেই খানিক বিরক্তি প্রকাশ পেয়েছে স্টিফেন কনস্টাটাইনের প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে।