Jordan Elsey: রিহ্যাবের জন্য দেশে ফিরলেন এলসে, কী বললেন ইস্টবেঙ্গল তারকা?

এবারের ডুরান্ডের প্রথম থেকেই ইস্টবেঙ্গল (East Bengal) রক্ষণে গুরু দায়িত্ব পালন করে এসেছেন অজি তারকা জর্ডন এলসে (Jordan Elsey)। সুযোগ পেলে তিনি যে কতটা ভয়ঙ্কর…

Jordan Elsey

এবারের ডুরান্ডের প্রথম থেকেই ইস্টবেঙ্গল (East Bengal) রক্ষণে গুরু দায়িত্ব পালন করে এসেছেন অজি তারকা জর্ডন এলসে (Jordan Elsey)। সুযোগ পেলে তিনি যে কতটা ভয়ঙ্কর হতে পারেন তা দেখিয়েছেন একাধিকবার। তবে সেই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটা খুব একটা সুখকর থাকেনি জর্ডন ও লাল-হলুদের পক্ষে। ডার্বি খেলতে গিয়ে গুরুতর চোট আসে তার পায়ে।

যারফলে, মাস তিনেক মাঠের বাইরেই থাকতে হবে এই তারকা ফুটবলারকে। পাশাপাশি এবারের আইএসএলের প্রথম লেগে ও অনিশ্চিত হয়ে পড়েন এই তারকা ফুটবলার। সেজন্যই এবার বিকল্প ফুটবলার হিসেবে গত কয়েকদিন আগে জর্ডান থেকে হিজাজি মাহেরকে উড়িয়ে এনেছেন দলের কোচ কার্লোস কুয়াদ্রাত। আজ বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামতে পারেন এই তারকা।

অপরদিকে, গত মাসে ক্লাবের তরফ থেকে অজি তারকার প্রসঙ্গে একটি বিবৃতিতে বলা হয়েছিল, “ডুরান্ড ফাইনাল খেলতে গিয়ে হাটুর চোটের জন্য কয়েকমাস মাঠের বাইরে থাকবেন জর্ডন এলসেকে। তবে আমরা সকলেই তার সঙ্গে রয়েছি। আশা করবো, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে তিনি মাঠে ফিরবেন নিজের চেনা ছন্দে।” তারপরেই শহরে থেকে নিজেকে ফিট করার কথা জানান এই তারকা। মুম্বাইতে পায়ের অস্ত্রোপচারের পর কলকাতায় থেকেই একটু একটু করে নিজেকে ফিট করছিলেন এলসে। তবে এবার ফিরলেন নিজের দেশে।

ঘন্টাখানেক আগে নিজের সোশ্যাল সাইট থেকে ছবি আপলোড করে জর্ডান লেখেন, “রিহ্যাবের জন্য এবার দেশে ফিরছি। পাশাপাশি নিজের সন্তানের প্রথম জন্মদিনে থাকতে পেরে ভালো লাগছে। সুস্থ হয়ে খুব তাড়াতাড়ি কলকাতায় ফিরবো।”