বেঙ্গালুরু এফসিতে নজর কাড়ছেন ভাঙড়ের মনিরুল, ছেত্রীর সঙ্গে খেলার হাতছানি

গতবছর হাড্ডাহাড্ডি লড়াই করেও আইএসএল ফঁসকে গিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির। যা নিয়ে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে নতুন মরশুম থেকেই ঘুরে…

monirul molla football player

গতবছর হাড্ডাহাড্ডি লড়াই করেও আইএসএল ফঁসকে গিয়েছিল সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসির। যা নিয়ে কিছুটা হলেও হতাশা দেখা দিয়েছিল সকলের মধ্যে। তবে নতুন মরশুম থেকেই ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ছিল সুনীল ব্রিগেড। সেইমতো নতুন মরশুমের কথা ভেবে অনেক আগে থেকেই দল গঠনের কাজ শুরু করে দিয়েছিল আইএসএল জয়ী এই ফুটবল ক্লাব। রোহিত দানু থেকে শুরু করে একের পর এক তারকা ফুটবলারদের দলে টানতে শুরু করে বেঙ্গালুরু এফসি।

এমনকি সবুজ-মেরুন দলের প্রাক্তন ফুটবলার ও রয়েছেন এবারের এই ফুটবল দলে। আসলে চমক দিয়ে খেতাব জয় করাই একমাত্র লক্ষ্য তাদের। তবে এবারের আইএসএলে এখনো পর্যন্ত আশানুরূপ ফল করতে পারেনি বেঙ্গালুরু এফসি। তবে এবার ঘরের মাঠে জয় পেতে মরিয়া এই দল।

তবে বেঙ্গালুরু এফসির এই নয়া দলের মধ্যেই এবার সকলের নজর কাড়ছেন এই বঙ্গ তরুণ। তিনি ভাঙরের মনিরুল মোল্লা। হ্যাঁ। বর্তমান সময়ে দাঁড়িয়ে বহু আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই স্থান। বিশেষ করে রাজনৈতিক বিষয় নিয়ে বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল একাধিকবার। এবার সেখানকার এক তরুণ ফুটবলার এবার মাঠ কাঁপাচ্ছেন স্বমহিমায়।

উল্লেখ্য, গত মোহনবাগান বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচে ও যুবভারতীতে খেলে গিয়েছিলেন এই তারকা ফুটবলার। এবার আজ দলের ঘরের মাঠে লাল-হলুদের বিপক্ষে খেলতে দেখা যেতে পারে এই ফুটবলারকে। পাশাপাশি রয়েছে ভারতীয় দলের অধিনায়ক তথা সুনীল ছেত্রীর সঙ্গে খেলার হাতছানি। একটা সময় কলকাতা ফুটবল অ্যাকাডেমি ও পরে সার্দান সমিতির হয়ে খেলেছিলেন কলকাতা ময়দানে। পরবর্তীতে সেখানে থেকেই অনূর্ধ্ব ১৮ বেঙ্গালুরু এফসি দলে সুযোগ পান মনিরুল। সেখান থেকেই এবার প্রমোট করা হয়েছে বেঙ্গালুরু এফসির সিনিয়র ফুটবল দলে।

কয়েকদিন আগেই মোহনবাগান- বেঙ্গালুরু ম্যাচ শেষে সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ওখানে সমস্ত কিছুই যথেষ্ট ভালো। সকলেই যথেষ্ট সাহায্য করেন। এছাড়াও সুনীল ছেত্রীর সঙ্গে খেলার হাতছানি নিয়ে জিগ্যেস করা হলে কিছুটা মুচকি হাসেন তিনি। যা প্রিয় তারকার সঙ্গে খেলতে পারার সুযোগের ইঙ্গিত দেয়।