ATK Mohun Bagan: ফের আইএসএল জয়ের সেলিব্রেশন বাগানে, কবে জেনে নিন

গত মরশুমে বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে।

Santosh Mitra Square Puja Mandap is lit up in the colors of ATK Mohun Bagan jersey

গত মরশুমে বেঙ্গালুরু এফসি কে পরাজিত করে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। যা নিয়ে খুশির আমেজ দেখা দিয়েছিল সমর্থকদের মধ্যে। পাশাপাশি নামের আগে থেকে এটিকে রিমুভ করার কথাও শোনা গিয়েছে দলের কর্নধার সঞ্জীব গোয়েঙ্কার তরফ থেকে। যারফলে, দ্বিগুণ খুশি আপামর সবুজ-মেরুন সমর্থকরা।

পরবর্তী সময় দল কলকাতায় ফেরার পর তাদের বরন করে নেওয়ার পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্তে দলের এই সাফল্য নিয়ে উৎসব করেছে একাধিক ফ্যানস ক্লাব। বর্তমানে সেই জয়ের পর কয়েকমাস অতিবাহিত হয়ে গেলেও এখনো যেন জয়ের ঘোর কাটতে চাইছে না মোহনবাগান সমর্থকদের।

   

এখনো শহর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে সেই বিজয় উৎসব। যার অধিকাংশ ক্ষেত্রেই উপস্থিত থাকছেন বাগান সচিব দেবাশীষ দত্ত। সেইসাথে থাকছেন মোহনবাগানের একাধিক ফুটবলাররা। শুভাশিষ-প্রীতম থেকে শুরু করে লিস্টন, অধিকাংশ ফুটবলারাই সামিল হচ্ছেন এই আনন্দের মুহুর্ত গুলিতে। এবার সেই রকমই এক আয়োজন করল বিরাটি মেরিনার্স।

আসলে বর্ষবরণ উৎসব করার পরিকল্পনা অনেক আগে থেকেই করা হয়েছিল তাদের তরফে। পাশাপাশি সদ্য আইএসএল ও জিতেছে তাদের প্রানের ক্লাব। তাই সেই ঐতিহাসিক মুহুর্ত কে মনের মনিকোঠায় ধরে রাখার জন্য আগামী ১৪ই মে এক অভিজাত রিসোর্ট বুকিং করে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাদের তরফে। সেইসাথে দলের অধিনায়ক প্রীতম কোটাল ও সবুজ-মেরুন শিবিরের কার্যকরী সমিতির সদস্যদের ও সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।