Khalid Jamil: দেশ ছাড়ছেন ভারতীয় ফুটবলে কোচ খালিদ জামিল

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম পরিচিত একটি নাম হল খালিদ জামিল ( Khalid Jamil)। বলা বাহুল্য, দেশের সফল কোচদের একটি তালিকা তৈরি করা হলে অনায়াসেই…

Khalid Jamil

ভারতীয় ক্লাব ফুটবলের ক্ষেত্রে অন্যতম পরিচিত একটি নাম হল খালিদ জামিল ( Khalid Jamil)। বলা বাহুল্য, দেশের সফল কোচদের একটি তালিকা তৈরি করা হলে অনায়াসেই সেখানে স্থান করে নেবেন তিনি। রাজ্য স্তরে সাফল্য পাওয়ার পাশাপাশি জাতীয় স্তরের ক্ষেত্রে ও ট্রফি জিতেছিলেন তিনি। একটা সময় দলকে হিরো আইলিগ জয় করানোর ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল খালিদ জামিলের পরবর্তীতে কাজ করেছেন দেশের একাধিক বড় ক্লাবে। তবে এবার প্রতিবেশী দেশ তথা নেপালের এফসি চিৎওয়ান ফুটবল দলের দায়িত্ব নিতে চলেছেন এই তারকা কোচ। আজ ঠিক তেমনটাই ঘোষণা করা হয় এই ফুটবল ক্লাবের তরফ থেকে।

উল্লেখ্য, একটা সময় গত ২০১৬ থেকে ২০১৭ ফুটবল মরশুমে মিজোরামের শক্তিশালী দল তথা আইজল এফসির দায়িত্ব নিয়েছিলেন খালিদ জামিল। সেই বছর তৈরি হয় ইতিহাস। ময়দানের তিন প্রধানকে টেক্কা দিয়ে আইলিগ চ্যাম্পিয়ন হয় আইজল এফসি। যা সহজেই নজর কাড়ে সকলের। ঠিক তার পরের মরশুমে এই সফল কোচকে দলের দায়িত্ব দেয় ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব।

যারফলে, গত ২০১৭-১৮ মরশুমে তার তত্ত্বাবধানেই মাঠে নামে লাল-হলুদ দল। কিন্তু সেই চেনা সাফল্যে ফিরতে পাড়েনি মশাল ব্রিগেড। যারফলে নতুন মরশুমে তাকে দায়িত্ব দেয় ময়দানের আরেক প্রধান তথা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। মূলত শঙ্করলাল চক্রবর্তীর পরিবর্তে দলের দায়িত্ব পান খালিদ জামিল। কিন্তু সেখানেও প্রবল ভরাডুবি হয় এই কোচের। যারফলে দুই বছরের বেশি কলকাতা ময়দানে থাকা সম্ভব হয়নি তার পক্ষে।

তবে শুধু আইলিগ নয়। পরবর্তীতে হিরো আইএসএলে ও আত্মপ্রকাশ করেন খালিদ জামিল। গত ২০১৯ সালের জুন মাসে তার হাতে দলের অ্যাকাডেমির দায়িত্ব তুলে দেয় নর্থইস্ট ইউনাইটেড। সেখান থেকে পরবর্তীতে রবার্ট জার্নিকে সরিয়ে খালিজ জামিলকে দলের অন্তবর্তীকালীন কোচ হিসেবে আনে আইএসএলের এই ক্লাব। সেখান থেকে ফের আইলিগে ফিরে রাজস্থান ইউনাইটেডের দায়িত্ব সামলানোর পর নয়া মরশুমে ফের একবার লাল-হলুদে ফেরার কথা শোনা গেলেও শেষ পর্যন্ত স্টিফেন জামানার অবসান ঘটিয়ে কার্লোস কুয়াদ্রাতকে দলের দায়িত্ব দেয় ইস্টবেঙ্গল। আর এবার বিদেশে চললেন জামিল।