Congress: দুর্নীতির তদন্তে ঢিলেমি অভিযোগে সিবিআই-কে ঘিরে ধরল কংগ্রেস

নিয়োগ দুর্নীতির তদন্তে চলছে ঢিলেমি। এমনই অভিযোগ জাতীয় কংগ্রেসের। এই অভিযোগ নিয়েই কলকাতায় সিবিআই (CBI) কার্যালয়ে নিজাম প্যালেস ঘিরে বিক্ষোভ কংগ্রেসের। বিক্ষোভের জেরে আটকে পড়েছে…

নিয়োগ দুর্নীতির তদন্তে চলছে ঢিলেমি। এমনই অভিযোগ জাতীয় কংগ্রেসের। এই অভিযোগ নিয়েই কলকাতায় সিবিআই (CBI) কার্যালয়ে নিজাম প্যালেস ঘিরে বিক্ষোভ কংগ্রেসের। বিক্ষোভের জেরে আটকে পড়েছে সিবিআই।

দক্ষিণ কলকাতার জেলা কংগ্রেস কমিটির ডাকে এই বিক্ষোভ কর্মসূচি। সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসের বাইরে বিক্ষোভ কর্মসূচিতে যোগদান করেন কংগ্রেস কর্মীরা। অভিনব কায়দায় বিক্ষোভ কর্মসূচি চলে। দুর্গাপুজোর আগে ঢাক বাজিয়ে বিক্ষোভে সামিল হন কংগ্রেস কর্মী সমর্থকরা। অভিযোগ আদালতের নির্দেশে তদন্ত চললেও তদন্তকারী সংস্থা যথাযথ ভূমিকা পালন করছে না।

আরও অভিযোগ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও কৌস্তভ বাগচি মিছিল নিয়ে ঘুরে গেল তবে সিবিআই দফতরের সামনে এল না। কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি-কে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তার দলেরই কর্মীরা।

ইন্ডিয়া জোটে তৃণমূলের সাথে থাকা নিয়ে তীব্র আপত্তি রয়েছে কৌস্তভের। দলের অন্দরে  বিদ্রোহ ঘোষণা করেছেন। সম্প্রতি তাকে আবার কংগ্রেসের মুখপাত্রের তালিকা থেকেও বাদ দেওয়া হয়েছে। দলের অন্দরে কেউ কেউ বলতে শুরু করেছিলেন, তিনি শীঘ্রই যোগ দিতে পারেন বিজেপিতে। এরইমধ্যে সেই কৌস্তভ বাগচিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে একই মিছিলে হাঁটতে দেখা গেছিল। চাকরির দাবিতে ক্যামাক স্ট্রিটে মিছিল করছিলেন গ্রুপ-ডি এর চাকরিপ্রার্থীরা। সেই মিছিলেই হাঁটতে দেখা গেছিল কৌস্তভ-শুভেন্দুকে। তারপর থেকেই কৌস্তভের বিজেপিতে যোগদানের জল্পনা আরও তীব্র হয়েছে। মিছিলে হাঁটা নিয়ে কৌস্তভ বলেন, “এটা কোনও রাজনৈতিক দলের মিছিল নয়। বিজেপির মিছিল নয়। বিজেপির মিছিল হলে আমিও হাঁটতাম না, আর কংগ্রেসের মিছিল হলে শুভেন্দু অধিকারীও হাঁটতেন না। এখানে আমি আমার রাজনৈতিক সত্তার বাইরে আইনজীবী হিসাবে এসেছি। তাই বলছি অহেতুক জল্পনা করার কোনও মানে হয় না।”