India vs England : সরফরাজ-ধ্রুবের পর আরও দুই অভিষেকের সম্ভাবনা! রাঁচি টেস্টের আগে ভারতীয় স্কোয়াডে বদল

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট (India vs England 4th Test)। এই ম্যাচ…

KL Rahul

আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের (India vs England) মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টেস্ট (India vs England 4th Test)। এই ম্যাচ হবে রাঁচির মাঠে। এই ম্যাচের আগে মঙ্গলবার রাতে টিম ইন্ডিয়ার স্কোয়াড পরিবর্তনের খবর সামনে আসে। রাঁচি টেস্ট ম্যাচ থেকে জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah) এবং কেএল রাহুল (KL Rahul) দুজনেই বাদ পড়েছেন। 

বুমরাহর জায়গায় মুকেশ কুমারকে ফিরিয়ে আনা হয়েছে, রাহুলের জায়গায় আসা দেবদূত পাড়িক্কল দলে রয়েছেন। এমন পরিস্থিতিতে এখন প্রশ্ন হল রাঁচি টেস্টে কে খেলবেন? মুকেশ কি বুমরাহর জায়গায় খেলবেন নাকি আকাশদীপের অভিষেক হবে, ফর্মের বাইরে থাকা রজত পতিদার কি আরও একটি সুযোগ পাবেন? উঠছে এমন অনেক প্রশ্ন।

আকাশ দীপ সুযোগ পেলে ভারতের ৩১৩তম টেস্ট খেলোয়াড় হতে পারেন। এ ছাড়া এই ম্যাচে সিনিয়র পেসারের ভূমিকা পালন করতে পারেন মহম্মদ সিরাজ। রজত পতিদার ব্যাটিংয়ে তাঁর প্রথম দুটি আন্তর্জাতিক টেস্ট ম্যাচে ফ্লপ হয়েছেন। খুব একটা ভালো ব্যাট করতে পারেননি। এমন পরিস্থিতিতে দুর্দান্ত ফর্মে টিম ইন্ডিয়ায় জায়গা করে নেওয়া দেবদত্ত পাড়িক্কলেরও অভিষেকের সুযোগ রয়েছে। 

রাজকোট টেস্টে অভিষেক হয়েছিল দুই ক্রিকেটারের। সরফরাজ খান ভারতীয় টেস্ট ইতিহাসের ৩১১তম খেলোয়াড় এবং ধ্রুব জুরেল ৩১২তম খেলোয়াড় হন। এই দুজনের জায়গা নিশ্চিত বলে মনে করা হচ্ছে। একমাত্র রজত পতিদারকে নিয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। পতিদার না খেললে অভিষেক হতে পারে দেবদত্ত পাড়িক্কলের।

টিম ইন্ডিয়ার স্কোয়াড

রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কেএস ভরত (উইকেটরক্ষক), দেবদূত পাড়িক্কল, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মুকেশ কুমার, মোহাম্মদ সিরাজ, আকাশদীপ।