কাতার বিশ্বকাপ মাতানো অস্ট্রেলিয়ার ফরোয়ার্ড আসছে এটিকে মোহনবাগানে

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন দুই বিদেশি ফুটবলার নিতে চলেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan), সেটা কার্যত স্পষ্ট। এনাদের মধ্যে ফ্লোরেন্টিন পোগবার বদলে সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো ডানজানোভিচের…

ফাইল ছবি

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে নতুন দুই বিদেশি ফুটবলার নিতে চলেছে এটিকে মোহনবাগান (Mohun Bagan), সেটা কার্যত স্পষ্ট। এনাদের মধ্যে ফ্লোরেন্টিন পোগবার বদলে সার্বিয়ার ডিফেন্ডার স্লাভকো ডানজানোভিচের এটিকে মোহনবাগানে আসাটা প্রায় পাকা বলা চলে।

সম্প্রতি এটিকে মোহনবাগানের কোচ জুয়ান ফেরান্দো বরেছিলেন তিনি আক্রমণ ভাগে এমন একজন ফুটবলার কে আনতে চান তিনি যিনি স্ট্রাইকারের পাশাপাশি যেকোনো আক্রমণাত্মক পজিশনে খেলতে পারবেন।

কিন্তু বর্তমানে এটিকে মোহনবাগান দলে এই মুহূর্তে দিমিত্রি পেত্রাতোস এবং হুগো বুমোসের মতো ফুটবলার থাকায় কোনও বক্স স্ট্রাইকার কে আনতে চলেছেন সবুজ মেরুন কোচ ফেরান্দো, এখন এমনটাই মনে করা হচ্ছে।

সূত্রের খবর অনুযায়ী অস্ট্রেলিয়ার কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে নেবে এটিকে মোহনবাগান,এমনটাই মনে করা হচ্ছে ।ইতিমধ্যে এব‍্যাপারে কথাবার্তা এগিয়েছে জানা গেছে। ডিফেন্স পজিশনের ফুটবলার কনফার্ম থাকায় দলের গোলের খড়া কাটাতে অস্ট্রেলিয়ার কোনও আক্রমণ ভাগের ফুটবলার কে আনতে চায় সবুজ মেরুন শিবির।

এক্ষেত্রে ৩১ বছর বয়সী অস্ট্রেলিয়ার সেন্টার ফরোয়ার্ড মিচেল ডিউকের নাম শোনা যাচ্ছিলো।সদ‍্য সমাপ্ত কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন ডিউক।চার ম‍্যাচে একটা গোল করেছিলেন তিনি।বর্তমানে জে টু লিগের একটি ক্লাবে খেলছেন।তার চুক্তি ৩১ জানুয়ারি,২০২৩ সাল অবধি।সব কিছু ঠিকঠাক থাকলে ডিউক’কে সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে দেখার সম্ভাবনা প্রবল।এছাড়া আরও ৫ জন বিদেশি ফুটবলারের শর্ট লিস্ট করা আছে।যাদের মধ্যে একজন এবারের কাতার এবং নাইজেরিয়ার তারকা ফুটবলার আছেন।এখন দেখার বিষয় শেষ অবধি কি হয়।