শিখ আইপিএস অফিসারকে ‘খালিস্তানি’ তকমা, শুভেন্দুর বিরুদ্ধে বড় পদক্ষেপের হুঁশিয়ারি পুলিশের

  সন্দেশখালি ইস্যুকে ঘিরে আলোচনার অন্ত নেই। এদিকে গতকাল এই সন্দেশখালিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এমন মন্তব্য করেছেন যাকে…

 

সন্দেশখালি ইস্যুকে ঘিরে আলোচনার অন্ত নেই। এদিকে গতকাল এই সন্দেশখালিতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা তথা বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) এমন মন্তব্য করেছেন যাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। যে কারণে লোকসভা ভোটের আগে এর মাশুল গুনতে হবে নন্দীগ্রামের বিধায়ককে বলে মনে হচ্ছে।

   

গতকাল কলকাতা হাইকোর্টের নির্দেশে সন্দেশখালি (Sandeshkhali)-তে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী সহ আরো অনেকে। শুভেন্দু অধিকারীর সঙ্গে থাকা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দাবি করেন, এক পুলিশ অফিসার তাঁর দায়িত্ব পালন করছেন না। সন্দেশখালির গোলযোগপূর্ণ এলাকায় বিজেপি বিধায়কদের ঢুকতে বাধা দেওয়ায় এক শিখ আইপিএস অফিসারের মেজাজ হারিয়ে ফেলেন। তাঁকে উদ্দেশ্য করে ‘খালিস্তানি’ বলা হয়। এদিকে এহেন মন্তব্য শুনে ওই শিখ অফিসার বলেন,
‘আমি পাগড়ি পরেছি বলে আপনারা আমাকে খালিস্তানি বলছেন। এই সাহস আপনার? কোনও পুলিশকর্মী পাগড়ি পরে দায়িত্ব পালন করলে তিনি খালিস্তানি হয়ে যান? এটাই কি আপনাডর লেভেল?”

শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের একাংশকে বলতে শোনা যায় ওই অফিসার জসপ্রীত সিং নাকি খালিস্তানী। জসপ্রীত সিং পুলিশ কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, “আমি আপনার ধর্ম সম্পর্কে কিছু বলছি না। আমার কথাও আপনারা কিছু বলতে পারবে না। আপনার ধর্ম নিয়ে কেউ কি কিছু বলেছে? তাহলে কেন এমন করছেন?”

এডিজি (সাউথ বেঙ্গল) সুপ্রতিম সরকার বলেন, “আপনারা সকলেই জানেন যে মঙ্গলবার সকালে ধামাখালিতে ১৪৪ ধারা কার্যকর করার জন্য আমাদের একটি পুলিশ বাহিনী ছিল। যার নেতৃত্বে ছিলেন আইপিএস জসপ্রীত সিং, এসএসপি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। ধামাখালিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ একাধিক বিধায়ক রয়েছেন। পুলিশ অফিসারের সঙ্গে বচসায় শুভেন্দু অধিকারী ওই পুলিশ অফিসারকে খালিস্তানি বলে সম্বোধন করেন, যা কোনও রাজনৈতিক নেতার পক্ষে শোভনীয় নয়। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই গুরুতর মন্তব্যের জন্য আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।”