East Bengal : অবশেষে দলের সাথে অনুশীলনে আলেকজান্ডার, খেলবেন জামশেদপুর ম্যাচ?

আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে নর্থইস্টের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাস।‌ এরফলে, যথেষ্ট ধাক্কা খেয়েছিল লাল-হলুদের (East…

East Bengal Reserve 1 - 1 Inter Kashi

আইএসএলের (Indian Super League) দ্বিতীয় লেগের দ্বিতীয় ম্যাচে নর্থইস্টের বিপক্ষে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন স্প্যানিশ তারকা অ্যান্তোনিও পার্দো লুকাস।‌ এরফলে, যথেষ্ট ধাক্কা খেয়েছিল লাল-হলুদের (East Bengal ) রক্ষনভাগ। প্রথমদিকে সেরকম কিছু না জানা গেলেও পরবর্তীতে চোটের স্থানে পরীক্ষা করার পর রিপোর্ট আসতেই যথেষ্ট চাপে পড়ে যায় সকলে। যারফলে, আগামী অনেকটা সময় মাঠের বাইরে থাকতে হবে এই দাপুটে স্প্যানিশ ডিফেন্ডারকে। তাই এক্ষেত্রে আরেক বিদেশি তারকা তথা হিজাজি মাহের ও দুই ভারতীয় তরুন তথা লালচুংনুঙ্গা এবং মান্দাররাও দেশাইয়ের মতো ফুটবলারদের যে চাপ অনেকটাই বাড়ত তা এক প্রকার নিশ্চিত ছিল।

সেকারনেই এই মাঝ মরশুমে নয়া ডিফেন্ডার আনার পরিকল্পনা করে ইমামি ম্যানেজমেন্ট। সেইমতো গত কয়েক সপ্তাহ আগে লাল-হলুদের তরফ থেকে চূড়ান্ত করা হয় আলেকজান্ডার পান্টিকে। আইএসএলের এই দ্বিতীয় লেগের বাকি ম্যাচ গুলির জন্য এই সার্বিয়ান তারকার উপরেই ভরসা রেখেছেন স্প্যানিশ কোচ কার্লোস কুয়াদ্রাত। অতীতে একাধিকবার জাতীয় দলের জার্সিতে নিজের জাত চিনিয়েছেন। এছাড়াও ক্লাব ফুটবলে ও যথেষ্ট সফল থেকেছেন। তবে বেশ কয়েকদিন ধরেই ভিসাজনিত সমস্যায় ভুগছিলেন এই তারকা। যারজন্য, ভারতে আসতে কিছুটা সময় লাগে।

তবে শহরে আসার পর আর খুব একটা সময় নষ্ট করেননি এই তারকা। গতকাল থেকেই দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েছেন এই ফুটবলার। যা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়াবে লাল-হলুদ ডিফেন্ডারদের। তাই সব ঠিকঠাক থাকলে আসন্ন জামশেদপুর ম্যাচেই খেলতে দেখা যেতে পারে এই তারকা ফুটবলারকে।