Durand Cup Derby: বাইশে কিয়ান, তেইশে সুহেল?

ডুরান্ড কাপে (Durand Cup) কলকাতা ডার্বি নিয়ে উত্তাপ বাড়ছে প্রতিনিয়ত। দুই দলেই একাধিক তারকা। বিশেষত মোহন বাগান সুপার জায়ান্টে।

Suhail Ahmad Bhat

ডুরান্ড কাপে (Durand Cup) কলকাতা ডার্বি নিয়ে উত্তাপ বাড়ছে প্রতিনিয়ত। দুই দলেই একাধিক তারকা। বিশেষত মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্টে। এই পরিস্থিতিতে ফুটবল প্রেমীদের আলোচনায় উঠে আসছে একের পর এক ফুটবলারের নাম। এবার যেমন মোহনবাগান সমর্থকদের মধ্যে তুমুল আলোচনায় রয়েছেন সুহেল আহমদ ভাট (Suhail Ahmad Bhat)।

বৃহস্পতিবারের ম্যাচের পর সুহেল আহমেদ ভাটকে কেন্দ্র করে জল্পনা বেড়েছে। Durand কাপে হতে চলা ডার্বি ম্যাচের জন্য জেসন কামিন্স, আর্মন্ড সাদিকুদের নথিভুক্ত করিয়েছে মোহন বাগান সুপার জায়ান্ট। চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে বাগান পূর্ণ শক্তির দল নামালেও ফুটবল প্রেমীরা হয়তো বিস্মিত হবেন না। AFC প্রতিযোগিতার কথা মাথায় রেখে এবারের তারকা খচিত স্কোয়াড গঠন করেছে মোহন বাগান সুপার জায়ান্ট। স্কোয়াড কেমন হয়েছে সেটা বোঝার জন্য কলকাতা ডার্বি হতে পারে আদর্শ মঞ্চ। ফুটবলাররা কতটা চাপ নিতে পারবেন সেটা পরীক্ষা করে নিতে পারবেন কোচ।

২০২২ সালে মোহনবাগান সমর্থকদের নায়ক হয়ে উঠেছিলেন কিয়ান নাসিরি। ইন্ডিয়ান সুপার লীগে সবথেকে কম বয়সে ফুটবলার হিসেবে করেছিলেন হ্যাটট্রিক। সেদিনও সবুজ মেরুন জার্সি পরে মাঠে নেমেছিলেন একাধিক নামী ফুটবলার। তার মধ্যে থেকে উঠে এসেছিলেন উঠতি ফুটবলার কিয়ান নাসিরি, ইস্টবেঙ্গল ক্লাবের কিংবদন্তি জামশেদ নাসিরির ছেলে।

এবারে উন্মাদনা রয়েছে কাশ্মীরের যুবক সুহেল আহমেদ ভাটকে কেন্দ্র করে। কলকাতা ফুটবল লীগের ম্যাচে দুরন্ত ফর্মে খেলেছেন। Durand Cup-এর ম্যাচেও লিস্টন কোলাসো, মনভীর সিংহদের মতো দলের সিনিয়দের সঙ্গে খেলে নিজের প্রতিভার পরিচয় দিয়েছিলেন আরও একবার। ফুড কর্পোরেশনের বিরুদ্ধে ম্যাচে সুহেলকে খেলানো হয়নি। ডার্বির আগে তাকে চোট মুক্ত রাখার জন্য ক্লাবের এই পরিকল্পনা? মোহনবাগান সমর্থকদের মধ্যে ইতিমধ্যে উঠেছে এই প্রশ্ন।