Suhail Ahmad Bhat: সুহেলের চোট নিয়ে মিলল বড় আপডেট

মোহনবাগান ( Mohun Bagan) সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন সুহেল ভাট (Suhail Ahmad Bhat) । কলকাতা ফুটবল লীগের আগুনে ফর্ম ডুড়ান্ড কাপেও অব্যাহত রাখলেন।

Suhail Ahmad Bhat

মোহনবাগান ( Mohun Bagan) সমর্থকদের নয়নের মণি হয়ে উঠেছেন সুহেল ভাট (Suhail Ahmad Bhat) । কলকাতা ফুটবল লীগের আগুনে ফর্ম ডুড়ান্ড কাপেও অব্যাহত রাখলেন। গোল করলেন, কাঁপুনি ধরালেন বাংলাদেশ আর্মির ফুটবল দলের রক্ষণে। তবে মোহনবাগান সমর্থকদের চিন্তায় রেখেছিল তার চোট।

বৃহস্পতিবার যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে মোহন বাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে কার্যত দাঁড়াতেই পারেনি বাংলাদেশ আর্মি ফুটবল দল। সুহেল ভাটের করা গোল আগামী কয়েক দিন মনে রাখবেন মোহন জনতা। প্রতিপক্ষের ফুটবলারকে ৩৬০° ঘুরে ড্রিবল করেছিলেন লিস্টন কোলাসো। এরপর কিছুটা দৌড়ে গিয়ে একটা লব বল বাড়িয়ে দেন প্রতিপক্ষের বক্সের মধ্যে। বল লক্ষ্য করে ছুটে এসে, বাংলাদেশ আর্মির দুজন ডিফেন্ডারকে কাঁধে করে কোলাসোর বাড়ানোর সেই বল চিপ করে দেন কাশ্মীরি যুবক। বল চলে যায় বাংলাদেশ আর্মির জালে।

মোহন বাগান সুপার জায়ান্টের জয় যখন প্রায় নিশ্চিত, এমনই সময়ে দুশ্চিন্তার মেঘ। ম্যাচের ৬০ মিনিটে তুলে নিতে হল এবারের মরসুমের বিস্ময় প্রতিভা সুহেল ভাটকে। পায়ের যন্ত্রণায় তখন তিনি কাবু।

পরিস্থিতি কি খুব গুরুতর? ম্যাচের শেষে এই প্রশ্নই করা হয়েছিল মোহন বাগান সুপার জায়ান্টের Durand Cup অভিযানের কোচ বাস্তব রায়কে। তিনি অবশ্যই দুশ্চিন্তার কিছু জানালেন না। বললেন, “সুহেল ঠিক আছে।” আসলে সন্ধ্যা বেলায় ম্যাচ হলেও এদিন গরম অনুভূত হচ্ছিল বেশি, সেই সঙ্গে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাটি খুব নরম বলে দাবি করেছেন বাস্তব রায়। যার ফলে সুহেলের পায়ে টান ধরেছিল বলে তিনি মনে করছেন।