Thursday, November 30, 2023
HomeSports NewsEast Bengal: চেন্নাইয়িন ম্যাচে অনিশ্চিত ইস্টবেঙ্গলের এক বিদেশি ফুটবলার

East Bengal: চেন্নাইয়িন ম্যাচে অনিশ্চিত ইস্টবেঙ্গলের এক বিদেশি ফুটবলার

সমস্যা ইস্টবেঙ্গলের (East Bengal) পিছু ছাড়ছে না। ইন্ডিয়ান সুপার লীগে দ্বিতীয় বিরতির পর নতুন উদ্যমে মাঠে নামার জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিল ক্লাব। তার মধ্যে এসেছে চোট সংবাদ। চেন্নাইয়িন এফসির (Chennaiyin FC) বিরুদ্ধে আসন্ন ম্যাচে অনিশ্চিত ইস্টবেঙ্গলের এক তারকা বিদেশি।

   

কিছু দিন আগে লাল হলুদ শিবির থেকে পাওয়া গিয়েছিল নতুন এক চোট সংবাদ। আপাতত মাঠের বাইরে রয়েছেন বোরহা হারেরা। চোট সারাতে ফিরে গিয়েছেন স্পেনে। এখনও কলকাতায় ফেরেননি। কবে ফিরবেন জানা নেই। আগামী শনিবার চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে ইন্ডিয়ান সুপার লীগের ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। অ্যাওয়ে ম্যাচ। তার আগে বোরহা ক্লাবের সঙ্গে যোগ দিতে পারলেও এই ম্যাচের জন্য তিনি অনিশ্চিত। মাঝে এখনও কয়েক দিন রয়েছে। এরই মধ্যে বোরহা যদি লাল হলুদ শিবিরে যোগ দিতে পারেন তাহলেও তাকে মাঠে দেখা যাবে কি না সে ব্যাপারে প্রশ্ন উঠেছে।

ইস্টবেঙ্গল এবার যে দল তৈরি করেছে কাগজে কলমে সেটা মন্দ নয়। কিন্তু রিজার্ভ দল এখনও ভরসা জাগানোর মতো নয়। ফলে প্রথম দলের কয়েকজনের ওপর আস্থা রাখতে হচ্ছে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লস কুয়াদ্রতকে। বোরহা হারেরা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। নিয়মিত প্রথম একাদশের ফুটবলার না হলেও কোচ তাকে সময় মতো কাজে লাগিয়েছেন। সময় বুঝে নামিয়েছেন বিরতির পর। তিনি না থাকলে নতুন কিছু ভাবতে হবে কোচকে। বোরহা না খেললে তার জায়গায় কার ওপর ভরসা করবেন কোচ? প্রশ্ন থাকছে।

আপাতত ইন্ডিয়ান সুপার লীগ ক্রম তালিকার দশ নম্বরে রয়েছে লাল হলুদ ব্রিগেড। পরপর ম্যাচ হেরে সমালোচনার মুখে দল। তার ওপর আবার চোট সমস্যা। ফের প্রমাদ গুনতে শুরু করেছেন ক্লাব সমর্থকরা।

Latest News