Indian football: ঝিঙ্গান-সুনীলের গোলে পরাজিত কিরঘিজ রিপাবলিক

অবশেষে সফল হল পরিকল্পনা। পূর্বে মায়ানমার বধের পর, আজ কিরঘিজ ব্রিগেডকে (Kyrgyz Republic) পরাজিত করল ভারত (Indian football)।

Indian and Kyrgyz Republic players in action during a football match

অবশেষে সফল হল পরিকল্পনা। পূর্বে মায়ানমার বধের পর, আজ কিরঘিজ ব্রিগেডকে (Kyrgyz Republic) পরাজিত করল ভারত (Indian football)। নির্ধারিত সময়ের শেষে ম্যাচের ফলাফল ২-০ গোল। ভারতের হয়ে গোল করেন ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান ও অধিনায়ক সুনীল ছেত্রী।

নির্ধারিত সূচি অনুযায়ী ইম্ফলের খুয়ান লাম্পাক স্টেডিয়ামে কিরঘিজ রিপাবলিকের মুখোমুখি হয়েছিল ভারতীয় ফুটবল দল। ভালো ফুটবল খেলে বড় ব্যবধানে জয় পাওয়াই একমাত্র লক্ষ্য ছিল ব্লু টাইগার্সদের। যেমন ভাবনা তেমন কাজ। যারফলে, অপরাজিত থেকেই টুর্নামেন্ট শেষ করল সুনীল ব্রিগেড।
আজ শুরু থেকেই যথেষ্ট চনমনে মেজাজে দেখা দিয়েছিল ঝিঙ্গানদের।

প্রতিপক্ষের তরফ থেকে বারংবার আক্রমণ আসলে তা সহজেই পরাস্ত করছিল ভারতীয় ডিফেন্ডাররা। জবাবে প্রতিপক্ষের ডিফেন্সে ঝড় তুলতে শুরু করে ভারতীয় দল। তারপর ম্যাচের ৩৪ মিনিটের মাথায় কিরঘিজদের গোলে বল ঠেলে দেন দেশের ভরসা যোগ্য ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। যারফলে ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলের ব্যবধানে এগিয়ে থাকে ভারতীয় ব্রিগেড।

তারপর দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ফের কিরঘিজদের তরফ থেকে আক্রমণের ঝাঁঝ বাড়ানোর চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি। তারপর প্রতিপক্ষের ফাইলের সুবাদে ম্যাচের ৮৩ মিনিটের মাথায় পেনাল্টি পায় ভারতীয় দল। সেখান থেকেই ব্যবধান বাড়ান দলের অধিনায়ক সুনীল ছেত্রী। যারফলে ম্যাচের নির্ধারিত সময়ের শেষে ২-০ গোলে জয় সুনিশ্চিত করে ব্লু টাইগার্স। গত মায়ানমার ম্যাচে অল্পের জন্য গোল পাননি সুনীল। তাই কিরঘিজ ম্যাচে গোল করার জেদ নিয়ে নামতে দেখা গিয়েছিল তাঁকে। সেই জেদ থেকেই এল দুই গোলের ব্যবধানে জয়।