Transfer window: আইএসএলে এবার গ্রিসের জাতীয় দলে খেলা ফুটবলার!

সম্প্রতি নেটিজেনদের মধ্যে জোর জল্পনা, ভারতে আসতে পারেন গ্রিসের ফুটবলার Dimitrios Chatziisaias। তিরিশ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগের একটি ক্লাব কথা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে

Dimitrios Chatziisaias

ট্রান্সফার উইন্ডো (Transfer window) বন্ধ হতে এখনো কয়েক দিন বাকি। তার আগে আরও কিছু সই সংবাদ পেতে পারেন ভারতীয় ফুটবল প্রেমীরা। নতুন ফুটবলারের আগমণ কিংবা কোনো তারকার দল বদলের খবর পাওয়া যেতে পারে খুব তাড়াতাড়ি। শোনা যাচ্ছে গ্রিসের জাতীয় দলে খেলা এক ফুটবলারের নাম।

সম্প্রতি নেটিজেনদের মধ্যে জোর জল্পনা, ভারতে আসতে পারেন গ্রিসের ফুটবলার Dimitrios Chatziisaias। তিরিশ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে ইন্ডিয়ান সুপার লীগের একটি ক্লাব কথা চালাচ্ছে বলে মনে করা হচ্ছে। সোশ্যাল মিডিয়া গুঞ্জনে ক্লাবের নাম এখনও প্রকাশ্যে আসেনি। তবে অনেকে অনুমান করছেন যে কেরালা ব্লাস্টার্স সম্ভাব্য এই দল বদলের পিছনে থাকতে পারে। কারণ তাদের দল বা স্কোয়াড এখনও পূর্ণ হয়নি।

বেশিরভাগ তারকা ফুটবলারকে বিদায় জানিয়েছে ইন্ডিয়ান সুপার লীগের অন্যতম এই ক্লাব। লীগে ভালো ফল করার জন্য প্রয়োজন ভালো স্কোয়াড। তাছাড়া অনেক দিন আগেই শোনা গিয়েছিল যে একজন বিদেশি ডিফেন্ডারকে দলে নিয়ে আসার ব্যাপার চেষ্টা চালাচ্ছে কেরালা ব্লাস্টার্স। জল্পনা যদি সত্যি হয় তাহলে গ্রিসের Dimitrios Chatziisaias হতে পারেন ভালো বিকল্প।

বয়স এখন ৩০ বছর। প্রচুর ক্লাবে খেলার অভিজ্ঞতা রয়েছে। বড় ক্লাবে খেলেছেন। চাপ নিয়ে খেলতে পারবেন। তবে কেরিয়ারের বেশিরভাগ সময় তিনি নিজের দেশের বিভিন্ন ক্লাবেই কাটিয়েছেন। সম্প্রতি খেলেছেন সেখানকার Atromitos Football ক্লাবে। দলটির হয়ে পঞ্চাশের বেশি ম্যাচ খেলেছেন Dimitrios Chatziisaias। সব মিলিয়ে খেলার মধ্যে রয়েছেন ৬ ফুট ৪ ইঞ্চির এই সেন্ট্রাল ডিফেন্ডার।