East Bengal : অপেক্ষার অবসান, এবার দেশে ফিরছেন ক্রেসপো 

এবারে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই খেলতে গিয়ে চোট পান লাল-হলুদের (East Bengal ) স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saul Crespo)।…

Footballer Saúl Crespo

এবারে ইন্ডিয়ান সুপার লিগের (Indian Super League) দ্বিতীয় লেগের প্রথম ম্যাচেই খেলতে গিয়ে চোট পান লাল-হলুদের (East Bengal ) স্প্যানিশ তারকা সাউল ক্রেসপো (Saul Crespo)। যার দরুন ম্যাচের মাঝপথেই উঠে চলে যেতে হয়েছিল এই তারকাকে। পরবর্তীতে পরীক্ষা করলেই বোঝা যায় তার চোটের কথা। সেকারনে ডার্বি ম্যাচের পরেই ভারত ছেড়ে স্পেনে চলে যান সাউল ক্রেসপো। তার অনুপস্থিতিতে যথেষ্ট চাপে চলে আসে কলকাতা ময়দানের এই প্রধান। তাই পরবর্তী ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের বিপক্ষে খেলতে গিয়ে যথেষ্ট চাপে চলে আসে গোটা দল। মাঝ মাঠে সাউল ক্রেসপোর পাশাপাশি সৌভিক চক্রবর্তীর মত দাপুট ফুটবলের অনুপস্থিতিতে বাড়তি সুবিধা পেয়ে যায় নর্থইস্ট ইউনাইটেড।

মাঝমাঠ থেকে ঘনঘন আক্রমণ করে লাল-হলুদের রক্ষণভাগে চাপ বাড়াতে থাকে পেদ্রো বেনোলীকের ছেলেরা। সেখান থেকেই চাপ বাড়িয়ে নিয়ে প্রথমার্ধের শেষে গোল তুলে নেয় জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড ফুটবল ক্লাব পরবর্তীতে নন্দকুমার শেখরের করা গোলে দল কিছুটা সুবিধা পেলে ও জয় সুনিশ্চিত করা সম্ভব হয়নি।

পরবর্তীতে নয়া বিদেশী ফেলেসিও ব্রাউন হেডে গোল করলেও শেষ হাসি হাসে টম জুরিকরা। যারফলে, আইএসএলের পয়েন্ট টেবিলে কিছুটা হলেও উপরে চলে আসে এই ফুটবল ক্লাব। এবারের এই মরশুমে প্রথম ছয়ের মধ্যেই ঘোরাঘুরি করছে পেদ্রো বেনোলীকের ছেলেরা। 

অন্যদিকে, এবারের কলিঙ্গ সুপার কাপ জেতার পর আইএসএলে শেষ ছয়ে নিজেদের স্থান পাকা করার লড়াই লাল-হলুদের। ডার্বির পরে নর্থইস্ট ইউনাইটেড এবং মুম্বাই সিটি এফসির বিপক্ষে পরাজিত হতে হলেও হায়দরাবাদের বিরুদ্ধে জয় পেয়েছে সৌভিকরা। সেই ধারা বজায় রেখেই এবার জামশেদপুর এফসিকে আটকাতে মরিয়া কার্লোস কুয়াদ্রাত। এসবের মাঝেই এবার উঠে এসেছে খুশির খবর। আজই ভারতে আসছেন মাঝ মাঠের অন্যতম ভরসা সাউল ক্রেসপো। তার উপস্থিতিতে দল যে আরো শক্তিশালী হয়ে উঠবে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।