Mohun Bagan: মোহনবাগানে সম্ভবত ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে খেলা ফুটবলার

আরও কত চমক বাকি! বুধবার সন্ধ্যায় ভারতীয় ফুটবল মহলে যে খবর ভেসে উঠেছে সেটাও রীতিমত চমক জাগানোর মতো। বলা বাহুল্য এবারেও সেই মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট।

Héctor Yuste

আরও কত চমক বাকি! বুধবার সন্ধ্যায় ভারতীয় ফুটবল মহলে যে খবর ভেসে উঠেছে সেটাও রীতিমত চমক জাগানোর মতো। বলা বাহুল্য এবারেও সেই মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। একাধিক সূত্রের দাবি, আসন্ন মরসুমের জন্য একজন হাইপ্রোফাইল বিদেশি ফুটবলারকে চূড়ান্ত করেছে মোহন বাগান সুপার জায়ান্ট।

ফুটবল প্রেমীদের আলোচনায় উঠে এসেছে Héctor Yuste নামের এক ফুটবলারের নাম। যারা আন্তর্জাতিক ফুটবল ফলো করেন তারা এই নামের সঙ্গে হয়তো পরিচিত। গত মরসুমের ইউরোপা লীগে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন এই Héctor Yuste। স্প্যানিশ এই ফুটবলারের কেরিয়ার দীর্ঘ। একাধিক নাম করা ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। বয়স বাড়লেও এখনও ইউরোপের ক্লাব ভরসা দেখিয়েছেন তার ওপর।

৩৫ বছর বয়সী Héctor Yuste এর ফুটবল খেলার ধরণ অনেকটা কার্ল ম্যাক হিউ এর মতো। বিগত মরসুমে এটিকে মোহন বাগানের সাফল্যের পিছনে অন্যতম কারিগর ছিলেন আয়ারল্যান্ডের কার্ল ম্যাক হিউ। চলতি ট্রান্সফার উইন্ডোতে তিনি সবুজ মেরুন ক্লাবকে বিদায় জানিয়েছেন। কার্ল ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে রোলের পাশাপাশি প্রয়োজনে সেন্ট্রাল ব্যাক হিসেবেও খেলে দিতে পারতেন। অভিজ্ঞ হেক্টর আদপে রক্ষণ ভাগের ফুটবলার। দলের প্রয়োজনে খেলে দিতে পারেন ডিফেন্সিভ মিডফিল্ডারের ভূমিকায়। অর্থাৎ রক্ষণে লোক বাড়াতে হলে বা তৎক্ষণাৎ পরিকল্পনা বদলে ডিফেন্সের ব্র্যান্ডন হামিলের সঙ্গে জুটি বাঁধার মতো ক্ষমতা রাখেন Héctor Yuste।

এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত মোহন বাগান সুপার জায়ান্টের পক্ষ থেকে নতুন কোনো ফুটবলারের সই সম্পর্কে কিছু ঘোষণা করা হয়নি। তবে বিভিন্ন সূত্র থেকে দাবি করা হয়েছে দুই পক্ষের মধ্যে কথা প্রায় চূড়ান্ত। তবে ক্লাবের পক্ষ থেকে পাকাপাকিভাবে কিছু না জানানো পর্যন্ত অপেক্ষা করতেই হবে।