Mohun Bagan: বাগানের মাথা ব্যাথার কারণ হতে পারে ISL খেলা এক ফুটবলার!

ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠছে AFC টুর্নামেন্ট। মোহন বাগান সুপার জায়ান্ট যে দল গঠন করেছে সেটা রীতিমত সমীহ জাগানোর মতো।

Raphael Augusto

ঘরোয়া টুর্নামেন্টের পাশাপাশি ফুটবল প্রেমীদের মধ্যে আলোচনার বিষয় হয়ে উঠছে AFC টুর্নামেন্ট। মোহন বাগান সুপার জায়ান্ট যে দল গঠন করেছে সেটা রীতিমত সমীহ জাগানোর মতো। আন্তর্জাতিক টুর্নামেন্টে দল ভালো পারফর্ম করবে বলে আশা করবেন বাগান (Mohun Bagan) সমর্থকরা। তবে প্রতিযোগিতার অন্য দলগুলো হাত পা গুটিয়ে বসে নেই। প্রথম পর্ব অতিক্রম করতে পারলে বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী দলের বিরুদ্ধে মাঠে নামতে হতে পারে মোহনবাগানকে।

আরও পড়ুন: Mohun Bagan: মোহনবাগানের আরও এক ফুটবলার আনফিট

   

বাংলাদেশের ঢাকা আবাহনী ক্লাব এবারের AFC প্রতিযোগিতায় যোগ্যতা অর্জন করেছে। ঘরোয়া টুর্নামেন্টে মোটের ওপর ফর্মে ছিল দল। ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল ঢাকা আবাহনী। স্কোয়াডে রয়েছেন এক ঝাঁক তারকা ফুটবলার। ইতিমধ্যে AFC কাপের কথা মাথায় রেখে তারাও শুরু করে দিয়েছে প্রস্তুতি। বিদেশি ফুটবলাররাও কার্যত চূড়ান্ত বলে জানা গিয়েছে। এএফসি প্রতিযোগিতায় প্রথম একাদশে সর্বাধিক ছয়জন বিদেশি ফুটবলারকে খেলাতে পারবে কোনো ক্লাব।

আরও পড়ুন: East Bengal Day: উদীয়মান ফুটবলারের সম্মান পেলেন মহেশ সিং

আবাহনী ঢাকা স্কোয়াডে দেখা যেতে পারে – রাফায়েল অগাস্তো (মিডফিল্ডার), ইউসেফ মোহাম্মদ (ডিফেন্ডার), এমেকা অগবা (ফরোয়ার্ড), কর্নেলিয়াস স্টুয়ার্ট (ফরোয়ার্ড), মুজাফ্ফার মুজাফ্ফারভ (মিডফিল্ডার), ডেভিড ইফেয়াগউ (ফরোয়ার্ড), দানিলো কুইপা (ডিফেন্ডার), মোস্তফা কাহরাবা (মিডফিল্ডার)। এছাড়াও ভাসছে এমফন উদোহ নামের এক নাইজেরিয়ান বিদেশি ফুটবলারের নাম। রাফায়েল অগাস্তো ইন্ডিয়ান সুপার লীগে খেলেছেন সাফল্যের সঙ্গে। চেন্নাইয়েন এফসির হয়ে খেলে হয়ে উঠেছিলেন ভারতীয় ফুটবল প্রেমীদের অন্যতম জনপ্রিয় ফুটবলার।

আরও পড়ুন: CBI: কলকাতায় আচমকা সিবিআই প্রধান, ‘রুশ বান্ধবী’কে ধরতে মস্কো অভিযান?

আগামী ১৬ আগস্ট এএফসি কাপের প্রথম প্লে অফের ম্যাচে মালদ্বীপের ক্লাব ঈগলসের মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ঢাকা। এই ম্যাচে জিততে পারলে ক্লাবের পরের ম্যাচ হবে ২২ আগস্ট। ২২ আগস্ট দুই বাংলার দল একে অপরের বিরুদ্ধে মাঠে নামতে পারে। তার আগে ১৬ আগস্ট AFC কাপের প্রথম ম্যাচ খেলবে মোহন বাগান সুপার জায়ান্ট।