Northeast United FC: আইলিগের দাপুটে ফুটবলারকে দলে টানল নর্থইস্ট

এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই দেরিতে দল গোছানোর কাজ শুরু করেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)ফুটবল ক্লাব।

Asheer Akhtar football

বর্তমানে শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে প্রতিটি ফুটবল দল। এক্ষেত্রে বেঙ্গালুরু এফসি থেকে শুরু করে মুম্বাই সিটি ও এফসি গোয়ার মতো দলগুলি সক্রিয় থেকেছে বহু আগে থেকেই। পাশাপাশি পাল্লা দিয়ে চমক দিয়ে গেছে কলকাতার দুই প্রধান তথা ইমামি ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপারজায়ান্টস। বর্তমানে বিদেশ থেকে কোচ শহরে আসার পর থেকেই অনুশীলনে ব্যস্ত দুই শিবির। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অন্যান্য দল গুলির তুলনায় অনেকটাই দেরিতে দল গোছানোর কাজ শুরু করেছে জন আব্রাহামের নর্থইস্ট ইউনাইটেড (Northeast United FC)ফুটবল ক্লাব।

শেষ আইএসএল সিজেনে হতাশাজনক পারফরম্যান্স করার পর গোটা ম্যানেজমেন্টকে পুনরায় ঢেলে সাজানোর কাজ শুরু করা হয় তাদের তরফ থেকে। এক্ষেত্রে প্রথমদিকেই দলের থিঙ্কট্যাঙ্ক করে আনা হয় মন্দার তামহানেকে। একটা সময় বেঙ্গালুরু এফসি দলের দায়িত্বে থাকার সময় ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এই মন্দার। এবার তাকেই ক্লাবে চূড়ান্ত করেছে নর্থইস্ট ইউনাইটেড। যতদূর জানা গিয়েছিল তার নির্দেশেই ভারতীয় ফুটবলের তরুণ প্রতিভাদের দলে টেনে বৃহৎ মঞ্চে খেলার সুযোগ করে দেবে এই ফ্রাঞ্চাইজি।

সেইমতো একাধিক ফুটবলারদের চূড়ান্ত করে এই ক্লাব। যাদের মধ্যে অন্যতম লেফট উইঙ্গার রিডিম ট্যালাং। বিগত বেশ কয়েকটি ফুটবল মরশুমে নর্থইস্ট ইউনাইটেডের পাশাপাশি এফসি গোয়ার মতো দলেও খেলেছেন এই তারকা। নতুন মরশুমের আগে আবারও ফিরে এসেছেন এই দলে। এছাড়াও এবারের এই দলের সঙ্গে যুক্ত করা হয়েছে তরুণ প্রতিভা ইমরান খান থেকে শুরু করে বেঙ্গালুরুর জুনিয়র দলের ফুটবলার। থোই সিংকে।

আজ সকালেই নর্থইস্ট দলের তরফ থেকে সরকারিভাবে ঘোষণা করা হয় এই তারকা ফুটবলারের নাম। তবে সেখানেই শেষ নয়। নতুন মরশুমের কথা মাথায় রেখে আইলিগ দাপিয়ে আসা শ্রীনিধি ডেকান দলের অন্যতম ভরসাযোগ্য রাইট ব্যাক আশির আখতারকে ও এই দলের সঙ্গে যুক্ত করার কথা জানিয়ে দিল জন আব্রাহামের এই ফুটবল ক্লাব। যতদূর জানা গিয়েছে, আগামী দুইটি মরশুমের জন্য এই তারকা ফুটবলারকে দলে টেনেছে ম্যানেজমেন্ট। একটা সময় সালগাওকর এফসি থেকে উঠে এসেছিলেন আশির।

পরবর্তী সময়ে খেলে গিয়েছেন মুম্বাই এফসি থেকে শুরু করে বেঙ্গালুরু এফসির মতো ক্লাবে। এমনকি ইস্টবেঙ্গল ও মহামেডানের মতো ক্লাবে ও খেলেছেন একাধিকবার। তবে শেষ ফুটবল মরশুমে শ্রীনিধি দলের হয়ে খেললেও এবার নর্থইস্টের জার্সিতে আইএসএলে কামব্যাক করছেন এই তারকা।