Calcutta Football League: ঘোষিত হল কলকাতা ফুটবল লিগের পরবর্তী ম্যাচ সূচি

গত তিনটে মরশুম পর ফের কলকাতা লিগে (Calcutta Football League) অংশগ্রহণ করেছে কলকাতার অন্যতম প্রধান মোহনবাগান। যা নিয়ে খুশি শহরের ফুটবলপ্রেমী মানুষেরা।

Calcutta Football League

গত তিনটে মরশুম পর ফের কলকাতা লিগে (Calcutta Football League) অংশগ্রহণ করেছে কলকাতার অন্যতম প্রধান মোহনবাগান। যা নিয়ে খুশি শহরের ফুটবলপ্রেমী মানুষেরা। তবে ক্লাবের তরফ থেকে রিলায়েন্স ডেভলপমেন্ট লিগ খেলা ফুটবলারদের পাশাপাশি রিজার্ভ দলের খেলোয়াড়দের এই টুর্নামেন্টে নামানো হলেও একটুও কমেনি উন্মাদনা। নৈহাটির বঙ্কিমাঞ্চল স্টেডিয়াম হোক কিংবা ঘরের মাঠ, প্রত্যেক ম্যাচেই সমর্থকদের উন্মাদনা ছিল ব্যাপকভাবে।

তাছাড়া সমর্থকদের ও খুব একটা হতাশ করেনি সবুজ-মেরুন ব্রিগেড। বাস্তব রায়ের নেতৃত্বে প্রথম থেকেই ব্যাপক দাপট দেখিয়েছে মোহনবাগান সুপারজায়ান্টস। পাঠচক্র থেকে শুরু করে টালিগঞ্জ অগ্ৰগামী হোক কিংবা কাস্টমস প্রত্যেক ম্যাচেই বড় ব্যবধানে জিতেছে সবুজ-মেরুন ব্রিগেড।

মাঝখানে কালীঘাট মিলনী সংঘের বিপক্ষে পিছিয়ে থেকে ঘরের মাঠে ড্র করলেও পরের ম্যাচে ফের ঘুরে দাঁড়ায় মোহনবাগান দল। তবে এবার প্রকাশিত হল কলকাতা ফুটবল লিগের পরবর্তী রাউন্ডের সময়সূচি। সেই অনুযায়ী, আগামী ৫ই আগস্ট কলকাতা ময়দানের আরেক জনপ্রিয় দল ইউনাইটেড স্পোর্টস ক্লাবের মুখোমুখি হবে মোহনবাগান। তারপর আবার ১৪ই আগস্ট নিজেদের ঘরের মাঠে ফুড কর্পোরেশনের বিরুদ্ধে খেলবে মোহনবাগান সুপারজায়ান্টস। তাই এখানেই শেষ নয়, ঘরের মাঠে আরও দুটি ম্যাচ পেতে চলেছে সমর্থকরা।

অন্যদিকে, আগামীকাল থেকে শুরু হতে চলেছে ঐতিহ্যবাহী ডুরান্ড কাপ। যেখানে প্রথম ম্যাচেই কাল বাংলাদেশ সেনা দলের মুখোমুখি হবে মোহনবাগান। সেই দিকেই এখন নজর সকলের। যতদূর জানা গিয়েছে, রিজার্ভ দলের একাধিক ফুটবলারদের পাশাপাশি বেশকিছু সিনিয়র ফুটবলার মাঠে নামতে পারে সবুজ-মেরুন ব্রিগেড।