East Bengal: বাংলাদেশে টুর্নামেন্ট খেলতে যেতে পারে ইস্টবেঙ্গল

জল অনেক দূর গড়িয়েছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে বাংলাদেশে খেলতে যেতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। কিংস অ্যারেনায় গঙ্গা-পদ্মা কাপে…

জল অনেক দূর গড়িয়েছে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছে, সব কিছু ঠিক থাকলে বাংলাদেশে খেলতে যেতে পারে ইস্টবেঙ্গল (East Bengal)। কিংস অ্যারেনায় গঙ্গা-পদ্মা কাপে দেখা যেতে পারে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাবকে। 

বাংলাদেশের এক সংবাদ মাধ্যম সূত্র উদ্ধৃত করে দাবি করেছে, ইস্ট বেঙ্গল কিংস অ্যারেনায় কলকাতা ও বাংলাদেশের কয়েকটি ক্লাব নিয়ে গঙ্গা পদ্মা কাপের আয়োজনের প্রস্তাব দিয়েছে। বৃহস্পতিবার রাতে দুই পক্ষের মধ্যে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে বলেও মনে করা হচ্ছে। 

ইস্টবেঙ্গল প্রসঙ্গে ওপর বাংলাতেও জোর গুঞ্জন। বসুন্ধরা বিনিয়োগ করতে পারে কলকাতার এই প্রাচীন ক্লাবে। বৃহস্পতিবার ক্লাব তাঁবুতে বর্ণাঢ্য অনুষ্ঠানের পর বসুন্ধরা গ্রুপ যেন আরও খোলামেলা। 

লাল-হলুদের বর্ণাঢ্য অনুষ্ঠানে বসেছিল চাঁদের হাট। পদ্মার দুই পারের বিশিষ্ট ক্রীড়া প্রতিনিধিরা ছিলেন অনুষ্ঠানে। 

ইস্টবেঙ্গলের পক্ষ থেকে যে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে বিশিষ্ট অতিথি হিসেবে লেখা ছিল সায়েম সোবহান আনভীরের কথা। যিনি বসুন্ধরা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। অনুষ্ঠানে আনভীরের বক্তব্য উল্লেখযোগ্য, ” ইস্টবেঙ্গল ক্লাবকে নিজের ক্লাব বলেই সব সময় ভেবেছি I তাই ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যখন আমন্ত্রণ আসে তখন আর ‘না’ বলিনি… ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে হৃদয় দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছে, আমরাও চাই দুই বাংলার ক্রীড়াপ্রেমী মানুষ ও সাধারণ মানুষ ভবিষ্যতে আরো কাছাকাছি আসতে পারেনI”