Manipur: জিতলে মণিপুরে মদের বন্যা বইয়ে দেবে বিজেপি

বিজেপি সরকার গড়লে ঢালাও মদের দোকান খোলার অনুমতি মিলবে প্রতিশ্রুতি বিজেপির। এমনই প্রতিশ্রুতি দিল। ২৮ ফেব্রুয়ারি মণিপুর (Manipur) বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ। মুখ্যমন্ত্রী তথা…

BJP

বিজেপি সরকার গড়লে ঢালাও মদের দোকান খোলার অনুমতি মিলবে প্রতিশ্রুতি বিজেপির। এমনই প্রতিশ্রুতি দিল। ২৮ ফেব্রুয়ারি মণিপুর (Manipur) বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ। মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা এন বীরেন সিং নির্বাচনী প্রচারে বলেছেন, এবার ভোটে বিজেপিকে সরকার নিয়ে আসুন গোটা রাজ্যে মদের দোকান খোলার ঢালাও অনুমতি দেওয়া হবে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মাদকাসক্তির সমস্যা নিয়ে কেন্দ্র যথেষ্টই উদ্বিগ্ন। এরইমধ্যে বিজেপি নেতা বীরেন সিংয়ের এই মন্তব্যে চাঞ্চল্য ছড়িয়েছে। মণিপুরের দায়িত্বে থাকা কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, সামান্য ভোটে জেতার জন্য বিজেপি যুবসমাজকে নেশায় আচ্ছন্ন করে রাখতে চাইছে। মানুষকে নেশাগ্রস্ত করে রেখে তারা ভোট জিততে চাইছে। এ এক ভয়ঙ্কর আত্মঘাতী প্রবণতা।

তিনি আরও বলেন, এমনিতেই মায়ানমার থেকে আসা মাদক মণিপুরের যুব সমাজকে বিপথে ঠেলে দিয়েছে। তারপরেও মুখ্যমন্ত্রী কিভাবে ঢালাও মদের দোকান খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন তা বোঝা যাচ্ছে না। যুব সমাজ নেশাগ্রস্ত হয়ে পড়লে গোটা রাজ্যেই সঙ্কট নেমে আসবে। অকালে প্রাণ হারাবে মণিপুরের যুবসমাজ। 

ইম্ফলে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রী বীরেন সিং আশ্বাস দিয়েছেন, বিজেপি সরকার গড়লে কর্মসংস্থানের লক্ষ্যে যে মদের দোকান খোলার অনুমতি দেবে। সেখানে মিলবে ভারতে তৈরি বিলিতি মদ। তিনি বলেন, দোকান থেকে যদি ভাল মানের বিলিতি মদ পাওয়া যায় সেক্ষেত্রে নেশাগ্রস্তরা আর ভেজাল মদ কিনবেন না। মানুষের স্বাস্থ্য রক্ষার জন্যই এই পরিকল্পনা। ভেজাল মদে মানুষের শরীর ও স্বাস্থ্য দ্রুত নষ্ট হয়ে যায়। কিন্তু পরিমিত বিলিতি মদ পান করলে সেই সমস্যা থাকে না। সে কারণেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মাদক সমস্যা নিয়ে কেন্দ্র যথেষ্ট উদ্বিগ্ন। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর উত্তর-পূর্বের রাজ্যগুলির উন্নয়নের জন্য গঠন করা হয়েছে নর্থ-ইস্ট ডেভেলপমেন্ট অথরিটি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই কমিটির প্রধান।এই কমিটির অধীনে রয়েছে মাদক প্রতিরোধ বিষয়ক আরও একটি পৃথক কমিটি। এর মাথায় রয়েছেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

এর পরেও বীরেন সিং কীভাবে এই মন্তব্য করলেন তা নিয়ে সকলেই প্রশ্ন তুলেছেন। বিষয়টি নিয়ে বিজেপির অন্দরেও বিতর্ক তৈরি হয়েছে। দলের একাংশ মনে করছে, মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে মহিলারা চাইছেন না, তাঁদের ছেলেমেয়েরা এভাবে মাদকাসক্ত হয়ে পড়ুক।