Anis Murder: ছাত্রনেতার মৃত্যুকাণ্ডে বিক্ষোভ যুব কংগ্রেসের, ধুন্ধুমার ধর্মতলায়

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদ চলছে দিকে দিকে। এবার রাস্তায় বিক্ষোভে নামল যুব কংগ্রেস। এই বিক্ষোভের জেরে রণক্ষেত্র চেহারা নিল ধর্মতলা চত্ত্বর। এদিন পাঁচলায়…

ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনার প্রতিবাদ চলছে দিকে দিকে। এবার রাস্তায় বিক্ষোভে নামল যুব কংগ্রেস। এই বিক্ষোভের জেরে রণক্ষেত্র চেহারা নিল ধর্মতলা চত্ত্বর।

এদিন পাঁচলায় এসপির অফিস ঘেরাও কর্মসূচি নেয় যুব কংগ্রেসের কর্মী সমর্থকেরা। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধ্বস্তাধ্বস্তি হয়। পুলিশ কয়েজন যুব কংগ্রেসের কর্মীকে গ্রেফতার করে নিয়ে যায়।

এদিনই আনিস হত্যাকাণ্ডে ধৃত দুজনকে জেল হেফাজত থেকে পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। নিজেদের হেফাজতে চেয়ে উলুবেড়িয়া আদালতে আবেদন জানায় সিট। এদিন আদালত ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

উল্লেখ্য, আনিস মৃত্যু-রহস্যে এখনও সিবিআই তদন্তের দাবিতে অনড় আনিসের পরিবারের সদস্যরা। রাজ্য সরকারের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আনিসের বাবা। আনিসের মৃত্যুর তদন্ত প্রথমে অতিরিক্ত পুলিশ সুপার (হাওড়া গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকারের নেতৃত্বে শুরু হয়েছিল। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যেই সিট (বিশেষ তদন্তকারী দল) গঠন করা হয়েছে। শুধু তাই নয়, প্রয়োজন হলে সুপ্রিম কোর্টে যাওয়ারও হুমকি দেওয়া হয়েছে।