আনিস হত্যার প্রতিবাদে রাজপথে আইনজীবী সংগঠন

  এবার ছাত্রনেতা আনিস হত্যার প্রতিবাদে কলকাতার রাজপথে নামল আইনজীবী সংগঠন। জানা গিয়েছে, মঙ্গলবার আমতার প্রতিবাদী ছাত্র আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করে কলকাতা…

 

এবার ছাত্রনেতা আনিস হত্যার প্রতিবাদে কলকাতার রাজপথে নামল আইনজীবী সংগঠন। জানা গিয়েছে, মঙ্গলবার আমতার প্রতিবাদী ছাত্র আনিস খানের মৃত্যুর সঠিক তদন্ত দাবি করে কলকাতা হাইকোর্টের আইনজীবী মহলের একাংশের মঙ্গলবার হাইকোর্টের প্রধান গেট থেকে মিছিল করে সুবোধ মল্লিক স্কয়ার পর্যন্ত তারা পা মিলিয়ে ছিলেন।

কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সহ একাধিক আদালতের আইনজীবীরা প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন। রাজ্যের আইনজীবী মহলের একাংশের দাবি যেভাবে আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রতিবাদী ছাত্র নেতাকে খুন করা হয়েছে এই ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে পাশাপাশি অভিযুক্ত পুলিশ কর্মীদের কঠোর শাস্তি দিতে হবে।

আনিস খান এর রহস্য মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই রাজ্য জুড়ে চলছে আন্দোলন ছাত্র-যুব থেকে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা বারবার রাজপথে নেমে এসেছেন যথাযথ তদন্তের দাবি নিয়ে কেন অসময়ে চলে যেতে হল তরুণ আনিস খানকে এই ঘটনায় এখনও পর্যন্ত কেন আমতা থানার অফিসার ইনচার্জ কে গ্রেফতার করা হচ্ছে না সে প্রশ্নও তুলেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।