SSKM: দুর্যোগে কপ্টার, ‘লিগামেন্ট ইনজুরি’ মমতার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে MRI করতে নিয়ে যাওয়া হয়েছে। SSKM উডবার্ন ব্লকেই MRI ইউনিট সম্প্রতি তৈরি করা হয়েছে। এরপরে সেই নতুন তৈরি হওয়া ইউনিটেই মুখ্যমন্ত্রীকে MRI…

Mamata Banerjee's Injured MRI Conducted Inside Helicopter Amidst Disaster, Ministers Swiftly Respond to Hospital

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে MRI করতে নিয়ে যাওয়া হয়েছে। SSKM উডবার্ন ব্লকেই MRI ইউনিট সম্প্রতি তৈরি করা হয়েছে। এরপরে সেই নতুন তৈরি হওয়া ইউনিটেই মুখ্যমন্ত্রীকে MRI করতে নিয়ে যাওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী ছিলেন দোতলার একটি কেবিনে। সেখান থেকে তাকে লিফ্ট করে একতলায় নিয়ে আসা হয়। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় তার পায়ে এবং কোমরে চোট লাগার কথা বলেছেন সেই হেতু তার পায়ে এবং কোমরে এই মুহূর্তে MRI করা হবে।

মুখ্যমন্ত্রীর এই গোটা MRI প্রক্রিয়াটি তত্ত্বাবধানের জন্য রেডিওলজি বিভাগের প্রধান এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন অর্থোপেডিক ডিপার্টমেন্টের চিকিৎসকরা, সঙ্গে নিউরো মেডিসিন বিভাগের চিকিৎসকদেরও রাখা হয়েছে।

এদিন জলপাইগুড়িতে জনসভা করে বাগডোগরা ফেরার পথে মুখ্যমন্ত্রীর কপ্টার দুর্যোগের কবলে পড়ে। তাঁকে নিয়ে সেবক সেনা ঘাঁটিতে জরুরি অবতরণ করে কপ্টার। পরে ফের বাগডোগরা থেকে কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী। এর পরেই দেখা যায় তিনি খুঁড়িয়ে হাঁটছেন। তাঁঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান হাসপাতালে নয় বাড়িতেই চিকিৎসা করবেন মুখ্যমন্ত্রী।