গোটা ISL থেকেই হয়তো ছিটকে গেলেন তারকা ফুটবলার

এবারের ইন্ডিয়ান সুপার লীগ ( ISL) অন্যরকম হচ্ছে। খেলা যেমন হচ্ছে রোমাঞ্চকর, তেমনই পাওয়া যাচ্ছে চোট পাওয়ায় খবর। ইন্ডিয়ান সুপার লীগ ২০২৩ এর বল গড়ানোর…

Freddy Lallawmawma

এবারের ইন্ডিয়ান সুপার লীগ ( ISL) অন্যরকম হচ্ছে। খেলা যেমন হচ্ছে রোমাঞ্চকর, তেমনই পাওয়া যাচ্ছে চোট পাওয়ায় খবর। ইন্ডিয়ান সুপার লীগ ২০২৩ এর বল গড়ানোর আগে থেকে শুরু হয়েছে চোট পাওয়ার পালা। এবার আরও একটা আপডেট।

চলতি বছরের নভেম্বরের মাঝামাঝি সময়ে জানা গিয়েছিল গুরুতর সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন একুশ বছর বয়সী ভারতীয় ফুটবলার। একাধিক জায়গায় আঘাত পেয়েছিলেন ফ্রেডি লালাওমাওমা। খবর প্রকাশ্যে আসার পর তার ক্লাব কেরালা ব্লাস্টার্সের পক্ষ থেকে দেওয়া হয় আপডেট। ১৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে কেরালা ব্লাস্টার্স ফুটবল ক্লাবের বক্তব্য তুলে ধরা হয়েছিল, ‘ফ্রেডি লালাওমাওমা চিকিৎসাধীন। তবে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ইমারজেন্সি স্টাফ ও মেডিক্যাল কর্মীদের তৎপরতায় দ্রুত তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।’

   

ক্লাবের পক্ষ থেকে সমর্থকদের উদ্দেশ্যে অনুরোধ, কেরালা ব্লাস্টার্স এফসি উক্ত ফুটবলারের পাশে রয়েছে। এই কঠিন সময়ে ফুটবলার ও তার পরিবারের জন্য সব রকম চেষ্টা ক্লাবের পক্ষ থেকে করা হচ্ছে। মেডিক্যাল টিম ফ্রেডি লালাওমাওমাকে সব সময় চোখে চোখে রাখছে। ফুটবলার এবং তার পরিবারের প্রাইভেসি যাতে কোনোভাবে ব্যহত না হয় সে জন্য অনুরোধ করেছে কেরালা ব্লাস্টার্স। সম্প্রতি পাওয়া আপডেট অনুযায়ী আশঙ্কা করা হচ্ছে, এবারের মরসুমে আর হয়তো মাঠে নামতে পারবেন না ফ্রেডি।

মিজোরামে বিপজ্জনক বাইক দুর্ঘটনার শিকার হওয়ার পর ২১ বছর বয়সী তরুণ ডিফেন্সিভ মিডফিল্ডারের অস্ত্রোপচার করতে হয়েছিল। ফ্রেডি লাললাওমামা ধীরে ধীরে কেরালা ব্লাসটার্স পরিবারের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে নিজেকে প্রমাণ করেছেন।