শ্রী সিমেন্ট আর থাকবে না এটা অনেকেই ধরে নিয়েছেন। এই মরশুম কোনও রকমে কাটিয়ে নতুন বছরের জন্য বুক বাঁধতে চাইছেন লাল-হলুদ (East Bengal) জনতা। শীঘ্রই মিলতে পারে খুশির খবর। আশার আলো দেখা যাচ্ছে ময়দানের একাংশে।
ইস্টবেঙ্গলের অন্দরের খবর। সামনের মরশুমে শ্রী সিমেন্টকে আর দেখা যাবে না ক্লাবে। শেষ হচ্ছে পথ চলা। তার বদলে আসতে পারেন নামজাদা কোনো লগ্নিকারী। শোনা যাচ্ছে আদানির নাম।
আদানির সম্ভাবনার কথা জানিয়েছেন ইস্টবেঙ্গলে এক প্রাক্তন কোচ। একাধিকবার দায়িত্ব সামলেছেন দলে। আগামী মরশুমে শ্রী সিমেন্টের বিদায় এবং আদনির আগমন, এই দুই ক্ষেত্রেই তিনি আত্মবিশ্বাসী।
আরও পড়ুন: East Bengal: শ্রী সিমেন্টকে বিদায় দিয়ে লাল হলুদের পাশে দাঁড়াতে পারে টাটা গোষ্ঠী
সূত্র মারফত এ-ও জানা গিয়েছে আসন্ন সিজনে ভালো দল গঠনের জন্য ঝাঁপারে পারে ক্লাব। রিক্রুট করা হতে পারে ভালো মনের লোকাল ফুটবলারদের। সেই সঙ্গে বিদেশি ফুটবলারদের মান নিয়েও সজাগ থাকতে পারেন কর্তারা।
দীর্ঘদিন বড় কোনো ট্রফি ঢোকেনি টেন্টে। সমর্থকরাও বিরক্ত হচ্ছেন শতাব্দী প্রাচীন ক্লাবের এই অবস্থা দেখে। কর্মকর্তাদের ওপরেও চাপ বাড়ছে নিঃসন্দেহে। যদিও শ্রী সিমেন্টের বিদায় কিংবা আদানির আগমন কোনোটাই এখনো নিশ্চিত নয়। ক্লাবের পক্ষ থেকে বা সরকারিভাবে ঘোষণা না করা অব্দি কলকাতা ময়দানে হলফ করে বলা যায় না কিছুই। তবে আশার আলো যে এখনো রয়েছে এমনটা মনে করতে শুরু করেছেন ফুটবল মহলের অনেকে।