অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে ১ জনের মৃত্যু, আহত একাধিক

ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল তামিলনাড়ু। জানা গিয়েছে, মঙ্গলবার তামিলনাড়ুর নলিভিরাণপট্টিতে একটি বেআইনি বাজি ইউনিটে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়েছে। মাদুরাইয়ের জেলা…

ভয়াবহ বিস্ফোরণের জেরে কেঁপে উঠল তামিলনাড়ু। জানা গিয়েছে, মঙ্গলবার তামিলনাড়ুর নলিভিরাণপট্টিতে একটি বেআইনি বাজি ইউনিটে বিস্ফোরণ হয়েছে। এই বিস্ফোরণের জেরে একজনের মৃত্যু হয়েছে। মাদুরাইয়ের জেলা কালেক্টর অনীশ শেখর ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, “মাদুরাই জেলায় এক অবৈধ আতশবাজি তৈরির ইউনিটে বিস্ফোরণের কারণে একজন নিহত ও দুইজন আহত হয়েছেন।
এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।”

যদিও আহত ও মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওই অবৈধ ইউনিটটি প্রবীন নামের একজন ব্যক্তির। ম্যানুফ্যাকচারিং ইউনিটটি অনুমতি ছাড়াই চলছিল বলে জানা গেছে। জানা গিয়েছে, আহতদের উদ্ধার স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আতশবাজির বিস্ফোরণের শব্দ শুনে প্রতিবেশীরা দমকলকর্মী ও পুলিশকে খবর দেয়। দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। আহতদের বিরুধুনগর সরকারি হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে।