East Bengal: শ্রী সিমেন্টকে বিদায় দিয়ে লাল হলুদের পাশে দাঁড়াতে পারে টাটা গোষ্ঠী

শুরু হয়ে গিয়েছে মঠের বাইরের খেলা। সামনের মরশুমের ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে ক্লাবগুলোতে। পিছিয়ে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। ভেসে উঠেছে টাটা (TATA) গ্রুপের নাম। …

East Bengal Club

শুরু হয়ে গিয়েছে মঠের বাইরের খেলা। সামনের মরশুমের ব্যাপারে ভাবনা-চিন্তা শুরু হয়ে গিয়েছে ক্লাবগুলোতে। পিছিয়ে নেই ইস্টবেঙ্গল (East Bengal)। ভেসে উঠেছে টাটা (TATA) গ্রুপের নাম। 

ইস্টবেঙ্গলের সঙ্গে শ্রী সিমেন্টের পথ চলা শেষ হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা। এমনটা মনে করছেন অনেকে। জল্পনা শুরু হয়েছে নতুন ইনভেস্টরের নাম নিয়ে। শোনা যাচ্ছে টাটা গ্রুপের নাম। কলকাতা ময়দানে গুঞ্জন, লাল-হলুদের পাশে দাঁড়াতে পারে টাটা। 

এই সংক্রান্ত আরও খবর: East Bengal : আগামী মরশুমে লাল-হলুদে ইনভেস্ট করতে পারে আদানি!

নতুন মরশুম শুরু হওয়ার আগে ময়দান জুড়ে শোনা যায় কানাঘুষো। টাটা গ্রুপের খবর আপাতত তেমনই। ক্লাব অন্দরে উঠেছে টাটা গোষ্ঠীর নাম, এমনটা সূত্রের খবর। তবে অভিজ্ঞরা জানেন যে ক্লাবের পক্ষ থেকে সরকারিভাবে কিছু না বলা পর্যন্ত হলফ করে কোনো জল্পনার ওপরেই সিলমোহর দেওয়া যায় না। 

টাটার পাশাপাশি যাচ্ছে আদানির নাম। ভারতের নামকরা এই কোম্পানি ইস্টবেঙ্গলে ইনভেস্ট করতে পারে এমন গুঞ্জনও রয়েছে। 

এখনও পর্যন্ত যা খবর তাতে এপ্রিলের শুরুতেই হয়তো নতুন কোনো কোম্পানির নাম ক্লাব ঘোষণা করতে পারবে না। স্পোর্টিং রাইটস নিয়েও একটা চোরা আশঙ্কা থেকেই যাচ্ছে। তবে দলবদলের বাজারে লাল-হলুদ কর্তারা ইতিমধ্যে ছোটাছুটি শুরু করেছেন এমনটা মনে করছেন অনেকে।