Shyamal Besra: বিষ্ণু-সায়নদের সঙ্গে নজর কাড়ছেন শ্যামল

সেমিফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal) ঘুরে দাঁড়ানোর পিছনে অন্যতম কারিগর শ্যামল বেসরা (Shyamal Besra)। বাংলার ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন উদীয়মান এই ফুটবলার। সময়ের সঙ্গে সঙ্গে নিজের…

Shyamal Besra East Bengal

সেমিফাইনালে ইস্টবেঙ্গলের (East Bengal) ঘুরে দাঁড়ানোর পিছনে অন্যতম কারিগর শ্যামল বেসরা (Shyamal Besra)। বাংলার ফুটবল প্রেমীদের নজর কেড়েছেন উদীয়মান এই ফুটবলার। সময়ের সঙ্গে সঙ্গে নিজের প্রতিভার পরিচয় দিচ্ছেন ক্রমে।

East Bengal: বিনো জর্জ বুঝিয়ে দিচ্ছেন ক্লাব কেন ভরসা করে তাঁর ওপর

   

ইস্টবেঙ্গলের জুনিয়র কিংবা রিজার্ভ দলে এমন অনেক ফুটবলার রয়েছেন যাদের মধ্যে রয়েছে আগামী দিনের তারকা হওয়ার রসদ. শ্যামল বেসরা তাদের মধ্যে একজন। শ্যামল ইস্টবেঙ্গলের আরএফডিএল দলের অন্যতম ভার্সেটাইল ফুটবলার। কোচ তাঁকে যখন যেমনভাবে কাজে লাগিয়েছেন, ভাল ভাবে পালন করেছেন দায়িত্ব। মুথুটের বিরুদ্ধে গতকালের সেমিফাইনাল ম্যাচে গোল করে দলকে লড়াইয়ে ফিরতে সাহায্য করেছিলেন।

মাঝমাঠের পাশাপাশি আক্রমণভাগেও সমানভাবে খেলতে পারেন শ্যামল। রক্ষণেও অবদান রেখেছেন। নিজেদের বক্সে নেমে প্রতিপক্ষ ফুটবলারের পা থেকে বল কেড়ে নিয়ে শুরু করেছেন প্রতি আক্রমণ।

East Bengal: মোটা টাকার বিনিময়ে আপুইয়াকে নিলেও কি লাভ হবে ইস্টবেঙ্গলের ?

মঙ্গলবার মুম্বইয়ের মাঠে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ইস্টবেঙ্গল। বিরতির পর বাড়তি উদ্যম নিয়ে মাঠে নেমেছিল লাল হলুদ বাহিনী। পরিকল্পনায় কিছু বদল করেছিলেন কোচ। মাঝমাঠ থেকে আক্রমণভাগে তুলে নিয়ে নিয়ে আসা হয় শ্যামল বেসরাকে। সেকেন্ড স্ট্রাইকার, নাম্বার নাইন পজিশনে পারফর্ম করে ঝাঁঝ বাড়িয়েছিলেন ইস্টবেঙ্গলের আক্রমণে। গোল করেছেন। আক্রমণ গড়ে তুলতে সাহায্য করেছেন। শ্যামলের হেডার চোখে পড়েছে টুর্নামেন্ট জুড়ে।

বিষ্ণু পিভি কিংবা সাইন ব্যানার্জিরা ইতিমধ্যে প্রচার পেয়েছেন। শ্যামল সেই অর্থে প্রচারের আলোকের বাইরে রয়েছেন এখন। আগামী দিনে তাঁর ওপরেও হয়তো এসে পড়বে লাইম লাইট। এই ফর্ম ধরে রেখে নিজেকে রো ক্ষুরধার করে তুলতে চাইবেন তিনি। পাঞ্জাব এফসিকে হারিয়ে রিলায়েন্স ফাউন্ডেশ ডেভেলপমেন্ট লিগ জিততে পারলে শ্যামলরা পাবেন পরিশ্রমের ফল।