আপুইয়াকে নিয়ে গরম হয়ে রয়েছে দল বদলের বাজার। একাধিক ক্লাব মুম্বই সিটির এই ফুটবলারকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহী বলে শোনা যাচ্ছে। আইজলের এই মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল (East Bengal), মোহনবাগান সুপার জায়ান্ট, দুই ক্লাবই আগ্রহী বলে শোনা যাচ্ছে।
Apuia: আপুইয়াকে দলে টানতে আসরে মোহন-ইস্ট, ব্যর্থ হবে লাল-হলুদ ?
মোহনবাগান সুপার জায়ান্টের তারকার অভাব নেই। গত মরসুমের মতো আসন্ন মরসুমেও সঞ্জীব গোয়েঙ্কারা ট্রান্সফার মার্কেটে চমক দিতে পারেন। মোটা অংকের অর্থের বিনিময়ে সবুজ মেরুন ফুটবলার আগেও একাধিক ফুটবলারকে দলে নিয়েছে। আগামী দিনেও হয়তো নেবে। কিন্তু আপুইয়ার জন্য ইস্টবেঙ্গল অল আউট ঝাঁপালেও কি কাজের কাজ হবে? আপুইয়া যে দলেই যাক না কেন, ভাল টাকা খরচ করতে হবে।
ইস্টবেঙ্গল কর্তারা এবার ভাল দল গঠন করার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। যদিও বাজেট কেমন হতে পারে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে ইস্টবেঙ্গল আগামী দিনে এএফসি প্রতিযোগিতায় অংশ নিতে চলেছে। প্রথম একাদশের পাশাপাশি রিজার্ভ বেঞ্চ মজবুত করতে হবে ক্লাবকে। সেক্ষেত্রে স্কোয়াডে ভাল মানের ফুটবলারের সংখ্যা হতে বেশি।
Mohun Bagan: সবুজ-মেরুন জার্সিতে হ্যাটট্রিক, মোহনবাগান ম্যাচে ৬ গোল
দরকার অনুযায়ী রিজার্ভ দলের ফুটবলারদের ব্যবহার করতে পারবেন কোচ। আপুইয়াকে দলে নিতে গেলে যে পরিমাণ টাকা খরচ করতে হবে, সেই টাকায় ভাল মানের একাধিক ভারতীয় ফুটবলার ক্লাব নিতে পারবে বলে ফুটবল প্রেমীদের অনেকে দাবি করতে শুরু করেছেন।
সেহেতু প্রশ্ন উঠছে, মোটা টাকার বিনিময়ে আপুইয়াকে নিলেও কি লাভ হবে ইস্টবেঙ্গলের ? আপুইয়া আগামী দিনে কোন দলের হয়ে খেলবেন সেটা এখনো নিশ্চিত নয়। নিশ্চিত না হওয়া পর্যন্ত হয়তো জারি থাকবে জল্পনা।