‘মোদীর মতো নেতা হোক পাকিস্তানেও’, চাইছেন পাক ব্যবসায়ী

বর্তমান সময়ে ভারতে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আবহাওয়া চলছে। এই লোকসভা ভোটকে কেন্দ্র করে হু হু করে চড়ছে রাজনৈতিক পারদ। কেন্দ্রে কী ফের একবার…

pak modi 'মোদীর মতো নেতা হোক পাকিস্তানেও', চাইছেন পাক ব্যবসায়ী

বর্তমান সময়ে ভারতে লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আবহাওয়া চলছে। এই লোকসভা ভোটকে কেন্দ্র করে হু হু করে চড়ছে রাজনৈতিক পারদ। কেন্দ্রে কী ফের একবার সরকার গড়বে মোদী সরকার নাকি ক্ষমতা বদল ঘটবে? এই নিয়ে সকলের মধ্যে প্রশ্ন জাগছে। এরই মাঝে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) ভূয়সী প্রশংসা করলেন এক ব্যবসায়ী, তিনি চান মোদীর মতো নেতা যেন পায় পাকিস্তান (Pakistan)।

আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রশংসা করেছেন পাকিস্তানি বংশোদ্ভূত ব্যবসায়ী। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদী ভারতকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে গেছেন। তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন তিনি। বাল্টিমোরে বসবাসকারী পাকিস্তানি-আমেরিকান ব্যবসায়ী সাজিদ তারার (Sajid Tarar) বলেন, ‘মোদী শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও একজন ভালো নেতা।’ এই ব্যবসায়ী আশা করেন পাকিস্তান মোদীর মতো একজন নেতা পাবে।

   

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘মোদী একজন অসাধারণ নেতা। তিনি একজন জন্মগত নেতা। তিনি এমন একজন প্রধানমন্ত্রী, যিনি প্রতিকূল পরিস্থিতিতেও পাকিস্তান সফর করেছেন। আমি আশা করছি যে প্রধানমন্ত্রী মোদী পাকিস্তানের সাথে সংলাপ ও বাণিজ্য শুরু করবেন।’ ব্যবসায়ী তারার বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী আবারও ভারতের প্রধানমন্ত্রী হতে চলেছেন, এই নিয়ে কোনও দ্বিমত নেই।’

উল্লেখ্য, ব্যবসায়ী সাজিদ তারার ১৯৯০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান এবং পাকিস্তানি সম্প্রদায়ের সাথে তার ব্যবসা প্রসারিত করেন। তারার আরও বলেন যে, ‘এটি কোনও অলৌকিক ঘটনার চেয়ে কম নয় যে ভারতে ৯৭০ মিলিয়ন মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করছে। ভারত বৃহত্তম গণতান্ত্রিক দেশ। আমি সেখানে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা দেখছি। আপনারা দেখতে পাবেন যে ভারতীয় গণতন্ত্র থেকে মানুষ শিক্ষা নেবে।’

ব্যবসায়ী তারার পাকিস্তানের দুরবস্থার কথাও তুলে ধরেন। তারার পাকিস্তানের দুর্বল অর্থনৈতিক ব্যবস্থার কথাও উল্লেখ করে বলেন, ‘পাকিস্তান একটি অর্থনৈতিক সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে যার ফলে পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে) সহ দেশের অনেক অংশে সামাজিক অস্থিরতা দেখা দিয়েছে। পাকিস্তানে মুদ্রাস্ফীতি প্রচুর। পেট্রোলের দাম চড়া। আইএমএফ চায় কর বাড়াতে। বিদ্যুতের দাম বেড়েছে। পাকিস্তান থেকে রপ্তানি করতে পারছি না। দুঃখজনক হলেও সত্য, পাকিস্তানে মূল পর্যায়ের সমস্যা সমাধানের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। দেশে রফতানি কীভাবে বাড়ানো যায়,কীভাবে সন্ত্রাস দমন করা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করা যায়, এসব বিষয় নিয়ে কাজ হচ্ছে না। আমরা এমন নেতৃত্ব চাই, যারা এই সব সমস্যার সমাধান করতে পারবে।’