Hugo Boumous: চেন্নাইয়িন এফসিতে হুগো বুমোস? জানুন সম্ভাবনা কতটা

হুগো বুমোসকে (Hugo Boumous) নিয়ে জল্পনা জারি রয়েছে। আগামী দিনে তিনি কোন ক্লাবে খেলবেন সেটা এখনো নিশ্চিত হয়নি। ফলত হুগোকে নতুন মরসুমে কোন জার্সিতে দেখা…

hugo boumous transfer rumours with chennaiyin fc

হুগো বুমোসকে (Hugo Boumous) নিয়ে জল্পনা জারি রয়েছে। আগামী দিনে তিনি কোন ক্লাবে খেলবেন সেটা এখনো নিশ্চিত হয়নি। ফলত হুগোকে নতুন মরসুমে কোন জার্সিতে দেখা যেতে পারে সে ব্যাপারে প্রশ্ন রয়েছে ফুটবল প্রেমীদের মধ্যে।

Transfer Rumour: আবাহনী ছাড়ছেন জামাল ভুঁইয়া, যাচ্ছেন শেখ জামালে

   

ভারতীয় ফুটবলে খেলা সফল বিদেশি ফুটবলারদের মধ্যে অন্যতম হুগো বুমোস। মোহনবাগান সুপার জায়ান্টেও তাঁর ভবিষ্যৎ নিশ্চিত নয়। আগামী মরসুমে ইন্ডিয়ান সুপার লিগের একাধিক দলে বিদেশি ব্রিগেডে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে। চেন্নাইয়িন এফসি স্কোয়াডেও একাধিক বদল আশা করা হচ্ছে। ভারতীয় ফুটবল ফলোয়ারদের মধ্যে তাই প্রশ্ন, হুগো কি তাহলে চেন্নাইয়িন এফসিতে যোগ দিতে পারেন?

সবুজ মেরুন ব্রিগেডের হয়ে প্রায় পঞ্চাশটি ম্যাচ খেলেছেন হুগো। ২০২১-২২ মরসুম থেকে যুক্ত ছিলেন কলকাতার ক্লাবের সঙ্গে। বাগানের হয়ে জিতেছেন ডুরান্ড কাপ ২০২৩, ইন্ডিয়ান সুপার লিগ ২০২২-২৩। হুয়ান ফেরান্দো মোহনবাগানের কোচ থাকার সময় প্রথম একাদশে নিয়মিত ছিলেন। অ্যাণ্টনিও লোপেজ হাবাস দায়িত্ব নেওয়ার পরেই দলে গুরুত্ব হারিয়েছিলেন হুগো।

Shyamal Besra: বিষ্ণু-সায়নদের সঙ্গে নজর কাড়ছেন শ্যামল

হুগোকে বাদ দিয়ে জনি কাউকোর ওপর আস্থা রেখেছিলেন লোপেজ হাবাস। কোচের আস্থার মর্যাদা রেখেছেন ফিনল্যান্ডের মিডফিল্ডার। আগামী মরসুমে সবুজ মেরুন জার্সি পরে হুগোর খেলার সম্ভাবনা কম। বয়স এখনও তিরিশের কোঠায় পৌঁছায়নি। এখনও নতুন কিছু দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাঁর মধ্যে।

চলতি মরসুমে বেঙ্গালুরু এফসি প্রত্যাশা মতো খেলতে পারেনি। প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারেনি এক সময়কার চ্যাম্পিয়ন দল। বেঙ্গালুরু যে নতুন বিদেশি ফুটবলার সই করাবে সেটা অনুমেয়। বুমোস তাদের স্কোয়াডে হতে পারেন আগামী মরসুমের সংযোজন। তবে চেন্নাইয়িন এফসিতে হুগো বুমোসের যাওয়ার সম্ভাবনা কম বলেই মনে করা হচ্ছে।